জানা গেছে, মাঝ আকাশে এক নারী যাত্রী দাবি করেন, তার শরীরে বোমা বাঁধা আছে। যে কোনও সময় বিস্ফোরণ হতে পারে বলে পাইলটকে জানান মোহিনী মণ্ডল নামের এক যাত্রী। এতে আতঙ্ক তৈরি হয়। দ্রুত অবতরণ করা হয় বিমানটিকে। তারপর সমস্ত যাত্রী নামিয়ে তল্লাশি করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)।
তবে তল্লাশি চালিয়ে কোনও বিস্ফোরক মেলেনি নারীর শরীর থেকে। তাকে গ্রেফতার করা হয়েছে। রবিবারই মোহিনীকে ব্যারাকপুর কোর্টে পাঠানো হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, এই মুহূর্তে কলকাতায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সূত্র : জি নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।