বিনোদন ডেস্ক : সঙ্গীত বিষয়ক রিয়ালিটি শো ‘সারেগামাপা’তে ঢাকার ছেলে মাইনুল আহসান নোবেল এবার শেষ ছয়ের লড়াইয়ে গাইলেন হাসানের জনপ্রিয় গান ‘এত কষ্ট কেন ভালোবাসায়’। ১৩ জুলাই, শনিবার নোবেল তার ফেসবুক পেজে গানটি আপলোড করেছেন।
গানটি গাওয়ার পর আগের পর্বগুলোর মতো এবারেও বিচারকদের কাছ থেকে বেশ ভালো ভালো মন্তব্য পেয়েছেন নোবেল। বিচারক প্যানেলের সকলেই এসময় নোবেলের গায়কীর বেশ প্রশংসা করেন।
সারেগামাপাতে এর আগে নোবেলের গাওয়া অনেকগুলো গান বেশ জনপ্রিয় হয়েছে। বিচারকদের কাছ থেকেও নোবেল বেশ ভালো ভালো মন্তব্য পেয়েছেন। নোবেল সারেগামাপাতে তার গাওয়া জেমসের কালজয়ী ‘বাবা’ গানটির মাধ্যমেই সর্বপ্রথম জনপ্রিয়তা অর্জন করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে পড়ে সেই গানটি।
ভারতীয় টেলিভিশন চ্যানেল জি-বাংলায় আগামী ২৮ জুলাই প্রচার হবে ‘সারেগামাপা’র গ্রান্ড ফিনালে।
যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : https://play.google.com/store/apps/details?id=com.zoombox.kidschool