অঙ্কুশের সাথে বিয়ে না হওয়ার কারণ জানালেন ঐন্দ্রিলা!
বিনোদন ডেস্ক: এক যুগেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন টালিউড অভিনেতা অঙ্কুশ ও অভিনেত্রী ঐন্দ্রিলা। সম্পর্কের এই দীর্ঘদিনে অনেকবার একই প্রশ্নের মুখোমুখি হয়েছেন, কবে বিয়ে করবেন তারা। এ নিয়ে কখনো খোলামেলা উত্তর না দিলেও রবিবার (১২ ফেব্রুয়ারি) রহস্যময় বার্তা দেন অভিনেতা। এবার আরও রহস্যের সৃষ্টি করলেন নায়িকা।
রবিবার অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে বলেন, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানি না…। ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর চেয়ে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।’
অঙ্কুশের এই পোস্টের পরই নানা প্রশ্ন উঠতে থাকে। সোশ্যালে নেটিজেনরা তাদের দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন করলেও কোনো উত্তর পাওয়া যায়নি তাদের। এর বাইরে টালিউডের বুম্বাদা প্রসেনজিতও বিষয়টি নিয়ে কথা বলেন তাদের সঙ্গে। আবার অভিনেতা আবিরও ফোন করেন অঙ্কুশকে।
আবিরের ফোন করার পরই সরাসরি জবাব দেন ঐন্দ্রিলা। বিয়ে না হওয়ার পেছনের কারণ জানান তিনি। অঙ্কুশের পোস্ট করা অন্য একটি ভিডিওতে সেই উত্তর পাওয়া যায়। দেখা যায়, অভিনেতাকে আবির বলছেন, ‘ছোট ভাই ও প্রিয় ঐন্দ্রিলা, আমার একটা প্রশ্ন রয়েছে। খবর পেলাম ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি তোমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হচ্ছে। অর্থাৎ গত ১৩ বছর ধরে প্রেম করছিস। নেক্সট প্ল্যান কী? মানে বিয়েটা কি আদৌ করবি?’
আবিরের এই প্রশ্ন শুনে অবাক হয় অঙ্কুশ। সরাসরি ছুটে চলেন ঐন্দ্রিলার কাছে। বলেন, ‘বুম্বাদা যে প্রশ্ন করেছিল, সেই একই প্রশ্ন আবিরদার।’
প্রেমিকের মুখে এ কথা শুনে মেকআপ নেয়া বন্ধ করে ঐন্দ্রিলা বলেন, ‘বলো আমাদের ব্রেকআপ হয়েছে। তোমাকে আর সহ্য করতে পারছি না। এ বিয়ে হচ্ছে না, বলে দাও।’
অভিনেতা কিছুক্ষণ ভেবে বলেন, ‘এটা কি বলা যায়? কী ভাববে? প্রেস্টিজের ব্যাপার।’ অভিনেত্রী বলেন, ‘প্রেস্টিজের ব্যাপার। আসল কারণের থেকেও প্রেস্টিজের ব্যাপার তো। তাহলে সবাইকে জানাও কী হচ্ছে? সমাজে মুখ দেখাতে পারছি না। কিছু করার নেই, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’
View this post on Instagram
অঙ্কুশের প্রথম পোস্টে নেটিজেনরা বিভ্রান্তিতে পড়লেও পরবর্তী পোস্ট থেকে ধারণা করা হচ্ছে, ১৪ ফেব্রুয়ারি হয়তো অঙ্কুশ-ঐন্দ্রিলা তাদের সম্পর্ক নিয়ে নতুন কোনো ঘোষণা দেবেন। অথবা তাদের অভিনীত কোনো সিনেমা বা ওয়েব সিরিজের ঘোষণাও দিতে পারেন বলে নেটিজেনদের মন্তব্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।