তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি এর দাম বাড়ানো হবে কিনা তা নিয়ে উৎকন্ঠা ছিলো পুরো দেশজুড়ে। যারা সাধারণ গ্রাহক তাদের জন্য হতাশার খবর যে ভোক্তা পর্যায়ে দাম বাড়ানো হয়েছে। আপনি যদি ১২ কেজি সিলিন্ডার ক্রয় করতে চান তাহলে 19 টাকা বাড়তি খরচ করতে হবে।
নতুন দাম নির্ধারিত হয়েছে ১৪৭৮ টাকা। ভ্যাট সমন্বয় করার পর এ দাম নির্ধারণ করা হয়। আজ সন্ধ্যা থেকেই এলপিজি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সজীব মোঃ আব্দুল কালাম আজাদ।
এ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। ২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম ৭ দফা বাড়ানো হলেও আবার চার দফা কামানো হয়েছে। ডিসেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১৪৫৫ টাকা যা বর্তমানে কার্যকরী নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহক পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৭৮ টাকা, যা গতমাসে নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪৫৫ টাকায়। এ ছাড়া বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি কেজি গ্যাসের দাম ১২৩ টাকা ১৬ পয়সা ও রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দাম ১১৯ টাকা ৪১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৭ টাকা ৭৪ পয়সা, যা আগে ছিল ৬৭ টাকা ২৭ পয়সা।
এই নিয়ে নতুন বছরের দুই দফায় গ্যাসের দাম বাড়াল সরকার। এরআগে ১৪ জানুয়ারি ভোক্তা পর্যায়ে বাড়ানো হয় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ওই সময় ভ্যাট সমন্বয় করে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এরআগে বছরের শুরুতে ২ জানুয়ারি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪৫৫ টাকায়। ভোক্তা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডার কিনতে খরচ হবে আগের দাম মতোই ১ হাজার ৪৫৫ টাকা রাখা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।