অটোরিকশায় তুলে স্কুলছাত্রীকে ধর্ষ*ণ চেষ্টা, চিৎকারে রক্ষা

জুমবাংলা ডেস্ক : প্রেমে সাড়া না দেয়ায় সিলেটের বিশ্বনাথে হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের দশম শ্রেণীর এক ছাত্রীকে বখাটেরা ধ*র্ষণেরচেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২ জুলাই) বিকেলে উপজেলার অলংকারী ইউনিয়নের রামধানা এলাকায় ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে বৃহষ্পতিবার (৪ জুলাই) উপজেলার অলংকারী ইউনিয়নের শেখেরগাঁও রামধানা গ্রামের আবদুল খালিকের ছেলে অটোরিকশা চালক রাজন আলী (২৫) ও রজব আলীর ছেলে ইমন আলী’র (২৪) নাম উল্লেখ করে এবং তিনজনকে অজ্ঞাতনামা আসামী রেখে থানায় মামলা (নং-৪) দায়ের করেছেন।

জানা গেছে, মঙ্গলবার (২ জুলাই) বিদ্যালয় থেকে নিজ গ্রাম দোহাল ফেরার পথে বিশ্বনাথ-খাজাঞ্চী রোডের রামধানায় গেলে আগে থেকে ওৎ পেতে থাকা রাজন তার সহযোগিদের নিয়ে ওই স্কুলছাত্রীর গতি রোধ করে। একপর্যায়ে জো*রপূর্বক টেনেহিঁ*চড়ে অটোরিকশায় তুলে তাকে ধ*র্ষণের চেষ্টা চালায়। এ সময় তার চিৎকারে রামধানা গ্রামের লোকজন জড়ো হলে বখাটেরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা ওই ছাত্রীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

স্কুলছাত্রীর মা জানান, প্রেমে সাড়া না দেয়ায় তার মেয়েকে নি*র্যাতন করেছে বখাটে রাজন, ইমন ও তার সহযোগীরা। থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, মামলার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।