নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে বেপরোয়া গতির অটোরিক্সা চাপায় নাফিজ উদ্দিন আহম্মেদ খান (৭) নামের এক শিশু নিহত হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) সকালে গাজীপুর-আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের আজমতপুর চৌরাস্তার সংলগ্ন রাস্তায় এ সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহত নাফিজ আজমতপুর গ্রামের লেহাজউদ্দিন খানের ছেলে। সে স্থানীয় আজমতপুর হাফিজিয়া মাদরাসার নাজরানা বিভাগের শিক্ষার্থী ছিল।
পারিবার সূত্রে জানা গেছে, নাফিজ সকালে প্রতিদিনের মত মাদরাসায় যায়। মাদরাসা ছুটির পর বাড়ি ফেরার পথে গাজীপুর-আজমতপুর-ইটাখোলা আঞ্চলিক মহাসড়কের আজমতপুর চৌরাস্তার সংলগ্ন নিজ বাড়ির কাছাকাছি পৌঁছলে একটি দ্রুতগামী অটোরিক্সা নাফিজকে ধাক্কা দেয়। এ সময় সে ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে তার উপর দিয়ে ওই অটোরিক্সা নাফিজকে চাপা দেয়। এতে তার মাথাসহ শরীরের বিভিন্নস্থান মারাত্মকভাবে জখম হয়। এ সময় স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে আসেন। পরে ঘটনাস্থল থেকে তাকে আহত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে এবং গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষনা করেন।
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, এ ব্যাপারে আমার জানা নেই। কেউ কোন অভিযোগ করেনি। তবে অভিযোগ করলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের ওই তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।