জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার ১০ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বুধবার (২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম ঢাকায় পুলিশ স্টাফ কলেজের রেক্টর পদে নিযুক্ত করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. শফিকুল ইসলাম বিপিএমকে (বার) নৌপুলিশ ইউনিট ঢাকার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদোন্নতিপ্রাপ্ত পুলিশ অধিদফতরের আবু হাসান মুহম্মদ তারিক বিপিএমকে (সেবা) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল পদে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের বনজ কুমার মজুমদার বিপিএম (বার) পিপিএমকে (সেবা) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত ড. হাসান উল হায়দার বিপিএমকে (সেবা) আর্মড পুলিশ ব্যাটালিয়ন ঢাকার অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশের বিশেষ শাখার (এসবি) মো. মনিরুল ইসলাম বিপিএম (বার) পিপিএমকে (বার) এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গ্রেড-১-এর চলতি দায়িত্বে) পদে পদায়ন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতিপ্রাপ্ত বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএমকে (বার) ঢাকায় পুলিশ অধিদফতরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে। শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের মো. মাহাবুবর রহমান বিপিএম, পিপিএমকে (সেবা) শিল্পাঞ্চল পুলিশ ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ব্যারিস্টার মো. হারুন অর রশিদ বিপিএমকে (সেবা) ঢাকায় পুলিশ অধিদফতরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদায়ন করা হয়েছে। এসবির উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া বিপিএম, পিপিএমকে ট্যুরিস্ট পুলিশ ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।