জুমবাংলা ডেস্ক: পুলিশের আট কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
সোমবার পুলিশ সুপার ও সম-পদমর্যাদার এই কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজিরা হচ্ছেন- যশোরের পুলিশ সুপার (এসপি) মঈনুল হক, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. ইলিয়াছ শরীফ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ, চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, পুলিশ অধিদফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন খান ও ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনকে ।
উল্লেখ্য, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের জননিরাপত্তা বিভাগে যোগদানপত্র প্রেরণ করতে বলা হয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel