বিনোদন ডেস্ক : উৎসবমুখর পরিবেশে শেষ হলো ঢাকার দুই সিটি নির্বাচন। আজ শনিবার সকাল ৮টায় শুরু হওয়া এই ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল ৪টায়। আর এবারই প্রথম ঢাকাজুড়ে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোটগ্রহণ হয়েছে। তাই নির্বাচন ঘিরে সবার আগ্রহ অন্যরকম। সবার মতো স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান।
ভোট দেওয়ার মুহূর্তের কিছু ছবিও তিনি প্রকাশ করেছেন তার ফেসবুকে। আর ক্যাপশনে লিখেছেন- ‘ইভিএম মেশিনে ভোট দিতে সময় লেগেছে মাত্র দেড় মিনিট। অথচ এই ইভিএম নিয়ে কত সন্দেহ, অপপ্রচার। ভোটকেন্দ্রে ভোটারদের ভিড়। উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে এলাম। না কোনো গণ্ডগোল, না কোনো ভোটারকে কেউ বাধা দিয়েছে, না কোনো এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। সুন্দর পরিবেশ। যারা এখনো ভোটকেন্দ্রে যাননি, তারা ভোটকেন্দ্রে আসুন। আপনার মূল্যবান ভোটটি দিন। জয় বাংলা, জিতবে আবার নৌকা ইনশাল্লাহ।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



