বিনোদন ডেস্ক : পেশায় ফ্যাশন ডিজাইনার নাতাশা দালালের সঙ্গে বহুদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। চলতি বছরের শেষে তাদের বিয়ে করারও পরিকল্পনা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে সে সব আপাতত মুলতুবি। তবে বরুণ যে প্রেমিকা নাতাশা দালালের সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চান, তা আবারও স্পষ্ট করলেন।
অতি সম্প্রতি অভিনেত্রী কারিনা কাপুর সঞ্চালিত একটি রেডিও শোয়ে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার তারকা’ বরুণ ধাওয়ান। সেখানেই তার ছোটবেলার প্রেম নাতাশা সম্পর্কে অনেক কথা শেয়ার করেন। কীভাবে তিনি বার বার নাতাশাকে প্রেম নিবেদন করে প্রত্যাখ্যাত হয়েছিলেন, সে কথাও ফাঁস করেছেন অভিনেতা।
বরুণ জানান, ক্লাস সিক্সে পড়ার সময় থেকেই তিনি নাতাশাকে চেনেন। কিন্তু তখন তারা নিছকই বন্ধু। অভিনেতার কথায়, ‘ক্লাস টুয়েলভে পড়ার সময়ে নাতাশার প্রেমে পড়ি। বাস্কেটবল ম্যাচের প্র্যাকটিসের সময়ে নাতাশা দূর থেকে হেঁটে আসছিল। তখনই প্রথম প্রেম অনুভব করেছিলাম।’
পর্দায় নায়িকাদের মন জয় করতে জুড়ি নেই বরুণের। কিন্তু বাস্তবের প্রেমিকাকে রাজি করাতে বেগ পেতে হয়েছিল তাকে। নাতাশা তাকে গুণে গুণে চার বার ফিরিয়ে দিয়েছিল। তবে হাল ছাড়েননি বরুণ। এ বছর তিনি নাতাশা করওয়া চৌথ পালন করেছেন। এর পরই তাদের বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।