জুমবাংলা ডেস্ক: পবিত্র ঈদুল আজহার দিন আজ সকাল থেকে রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন এলাকাতেও।
বৃষ্টি মাথায় নিয়ে ঈদ উদযাপন করছে রাজধানীবাসী। গতকালও রাজধানীতে এই বৃষ্টির ধারা অব্যাহত ছিল। এর আগে আবহাওয়া অফিস জানিয়েছিল, ঈদের দিনও রাজধানী ঢাকাসহ সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সকাল থেকে বৃষ্টি হওয়ায় রাজধানীর অধিকাংশ ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে মসজিদের ভেতরে। বৃষ্টির মধ্যে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টির পরিমাণ বেশি হওয়ায় দেশের বিভিন্ন জেলায় খোলা মাঠের পরিবর্তে মসজিদের ভেতরে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ (২৯ জুন) সকাল থেকে রাজধানীসহ প্রায় সব বিভাগে ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঢাকায় আকাশ মেঘলা থাকলেও দুপুরের পর ফাঁকে ফাঁকে রোদ উঠতে পারে।
ব্রাহ্মণবাড়িয়ার, যশোর, কুমিল্লা, ফরিদপুর, কুষ্টিয়া এবং বগুড়া প্রতিনিধিদের পাঠানো তথ্যমতে, ভোর থেকেই এসব জেলায় বৃষ্টি হচ্ছে। খোলা মাঠের পরিবর্তে মসজিদের ভেতরে ঈদের অধিকাংশ জামাত অনুষ্ঠিত হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।