স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিলেন মাশরাফি বিন মুর্ত্তজা। জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বাংলাদেশ দলের সবচেয়ে সফলতম অধিনায়ক।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আজকে আমি আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিচ্ছি। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডটি অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ।’
মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘আমি প্রফেশনালি এই সিদ্ধান্ত নিয়েছি। অধিনায়কের দায়িত্বটা সবসময় চ্যালেঞ্জিং। চেষ্টা করেছি দলকে সর্বোচ্চটা দেয়ার। আশা করি, সামনে যাকে অধিনায়ক করা হবে তাকে ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমি সবসময় চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। কারণ, আপনি যদি ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সবকিছু রেডি পান তাহলে তো আর আপনার কোনো কিছু করার আখাঙ্ক্ষা থাকে না। আমি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পছন্দ করি।’
সতীর্থদের নিয়ে মাশরাফি বলেন, ‘আমি আমার পরিবারের সদস্যদের যেমন ভালোবাসি, শ্রদ্ধা করি সতীর্থদেরও তেমন ভালোবাসি, শ্রদ্ধা করি। ভবিষ্যতেও তাদের প্রতি ভালোবাসা থাকবে। তাদের জন্য সবসময়ই শুভকামনা থাকবে।’
পরবর্তী বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন অধিনায়ক নির্বাচনের কথা বলেছেন বিদায়ী অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, ‘আমি আশা করব ২০২৩ সালের বিশ্বকাপকে মাথায় রেখে যেন পরবর্তী অধিনায়ককে পর্যাপ্ত সময় দেওয়া হয়।’
মাশরাফির অধিনায়কত্ব নিয়ে ক্রিকেট পাড়ায় অনেক দিন ধরেই সমালোচনা চলছিল। জিম্বাবুয়ে সিরিজের পর নতুন অধিনায়ক বেছে নেওয়া হবে বলে সরাসরি জানিয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।
মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ দল এবং ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমি ফাইনালেও খেলেছিল বাংলাদেশ দল।
তবে অধিনায়কত্ব ছাড়লেও এখনই ক্রিকেট ছাড়ছেন না বাংলাদেশ দলের দিন বদলের এই দলপতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



