অনন্য এক রেকর্ড গড়লেন তাইজুল ইসলাম

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুই টেস্টের ৪ ইনিংসে ১৮৮ বল খেলার মধ্য দিয়ে অনন্য এক রেকর্ড গড়লেন তাইজুল ইসলাম। ২০২৪ সালে সাদা পোশাকে সবচেয়ে বেশি বল খেলা ব্যাটারের তালিকার শীর্ষ এখন বাংলাদেশের লো অর্ডারে ব্যাট করা প্লেয়ার তাইজুল ইসলামের নাম।

সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের প্লেয়াররা বছর জুড়েই বেরঙ্গিন। বিশেষ করে ব্যাটারদের ভরাডুবি দেখতে হয়েছে এ বছরের প্রায় সবকটি সিরিজে। কিন্তু এসবের মধ্যেও বিশেষ এক রেকর্ডে উজ্জ্বল তাইজুল ইসলামের ব্যাট।

এ বছর টেস্ট ফরমেটে সবচেয়ে বেশি বল মোকাবিলা করেছেন টাইগার বোলিং অলরাউন্ডার তাইজুল। মোট ১৪ ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রতিপক্ষ বোলারদের ৫৪০টি ডেলিভারি মোকাবিলা করেছেন তিনি, সেই সাথে ছাড়িয়ে গেছেন টেস্টের প্রবাদতুল্য সব ব্যাটারকে। ৫১৩ বল খেলে ভিরাট কোহলি ও ৪৭১ বল খেলে স্টিভ স্মিথ আছেন এ তালিকার দুই ও তিন নাম্বার অবস্থানে।

টেস্টে বাংলাদেশ দলের টপ অর্ডারে ব্যাটারদের নিয়মিত ব্যাটিং ব্যার্থতার কারণে লো অর্ডারে চাপ পড়া ইদানিং স্বাভাবিক ঘটনা। আর এই চাপ সামলে দলের ইংনিসকে আরও লম্বা করার দায়িত্বটা এ বছর ভালোই সামলেছেন তাইজুল। মূলত বোলার হলেও ব্যাটারদের কৃতিত্বের তালিকার নাম্বার ওয়ান পজিশনে থাকা তারই প্রতিচ্ছবি।

চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যাটারদের জন্য দুরূহ পিচেও তাইজুল খেলেছেন কেমার রোচ-শামার জোসেফদের ১৮৮টি ডেলিভারি, চার ইনিংসে দলের স্কোরবোর্ডে যোগ করেছেন গুরুত্বপূর্ণ ৫৯ রান। তার উপর দ্বিতীয় টেস্টে ৬ উইকেট নিয়ে জিতিয়েছেন দলকে, হয়েছেন ম্যাচসেরা।

আফগান সরকারকে যে বার্তা দিলেন রশিদ খান

টপ অর্ডারের ব্যাটারদের টেস্টে নিয়মিত ব্যাটিং ব্যার্থতা এবং লম্বা সময় মাঠে টিকতে না পারাদের জন্য তাইজুল এক দৃষ্টান্ত হয়ে রইলেন এ মৌসুমে। সেই সাথে কোহলি-স্মিথদের মতো বিশ্বসেরা ব্যাটারদের টপকে এই কীর্তি গড়া দেশের জন্যও বয়ে আনলো অনন্য গৌরব। টেস্টে তাইজুলের এই ধৈর্যশীল ব্যাটিং থেকে দলের জাত ব্যাটাররা কতটুকু অনুপ্রেরণা নিতে পারে সেটিই এখন দেখার বিষয়।