আন্তর্জাতিক ডেস্ক : বহু মানুষের বহু রকম স্বাক্ষর দেখা যায়। স্বাক্ষর যেন কেউ নকল করতে না পারে, সেজন্য অনেকেই নিজের স্বাক্ষরে ভিন্নতা রাখার চেষ্টা করেন। অনেকেই চেষ্টা করেন, তিনি ছাড়া আর কেউ যেন স্বাক্ষরটি করতে না পারে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্বাক্ষর ভাইরাল হয়েছে।
তা নিয়ে মিমের বন্যা বইছে। কেউ রসিকতা করে বলেছেন, স্বাক্ষরকারী হয়তো সজারু আঁকতে চেয়েছিলেন। আবার অনেকেই এই স্বাক্ষরের সঙ্গে পেখম মেলা ময়ূরের সাদৃশ্য খুঁজে পাচ্ছেন।
স্বাক্ষরটি ভারতের গুয়াহাটি মেডিক্যাল কলেজের অস্থি বিভাগের রেজিস্ট্রারের বলে দাবি করা হচ্ছে। রমেশ নামে এক টুইটার ব্যবহারকারী এই স্বাক্ষরটি শেয়ার করেছেন।
সেই সঙ্গে তিনি লিখেছেন, আমি অনেক ধরনের স্বাক্ষর দেখেছি। কিন্তু এটি সর্বশ্রেষ্ঠ।
It looks like a procupine 😅 pic.twitter.com/JhdgvgVSwD
— Swapnil (@Unsubtle_og) March 21, 2022
সোশ্যাল মিডিয়ায় স্বাক্ষরটি শেয়ার হওয়ার পর কেউ কেউ এই স্বাক্ষরের সঙ্গে সজারুর তুলনা টেনেছেন। কেউ আবার ড্যান্ডেলিয়ন ফুলের ছবি দিয়ে তার সঙ্গে তুলনা করেছেন। অনেকে আবার আরো বিচিত্র স্বাক্ষর পোস্ট করেছেন।
I have seen many signatures but this one is the best. pic.twitter.com/KQGruYxCEn
— Ramesh 🇮🇳 🚩 (@Ramesh_BJP) March 20, 2022
ভাইরাল হওয়া গুয়াহাটি কলেজের সেই স্বাক্ষরের নীচে তারিখ দেওয়া ৪ মার্চ। স্বাক্ষরের উপরে লেখা ‘ভেরিফায়েড’। এটি নিয়ে রসিকতা করে অনেকে তার ওপর রঙ লাগিয়ে সজারু কিংবা ময়ূরও এঁকে দেখিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।