আন্তর্জাতিক ডেস্ক: বর্তমান বিশ্বের পরিবর্তীত পরিস্থিতিতে এখন অধিকাংশ মানুষ অনলাইন থেকে কেনাকাটা করতে পছন্দ করেন। আর এই সুবাদে গৃহস্থালির টুকিটাকি থেকে দামি অলংকারও বিক্রি হয় অনলাইনে। চটকদার সব বিজ্ঞাপন দিয়ে বিক্রি করা হয় নানা ধরনের পণ্য। কিন্তু কখনো ভেবেছেন অনলাইনে কারও প্রস্রাব বিক্রি হতে পারে! এমনটাই করছেন এক মহিলা।
ভারতীয় গণমাধ্যম জিনিউজের প্রতিবেদনে বলা হয়, ২০১৬-তে অনলাইনে অ্যাডাল্ট ভিডিও তৈরি করে শিরোনামে উঠে আসেন ক্যাকটাস কুটি। তার দাবি, লাইভ ভিডিওতে প্রস্রাব করে পরিচিতি পান তিনি।
তিনি জানান, বিকিনি থেকে শুরু করে অন্তর্বাস বিভিন্ন পোশাকে, বিভিন্ন স্থানে প্রস্রাব করেছেন তিনি।
তার এক কাপ প্রস্রাবের দাম ভারতীয় মুদ্রায় ৫ হাজার ২০৭ টাকা। কেউ বেশি পরিমাণে তার প্রস্রাব কিনলে ডিসকাউন্টও দেন তিনি।
কুটির দাবি, তার প্রস্রাব নাকি বিভিন্ন কাজে লাগান গ্রাহকরা। তাকে লাইভ ভিডিওতে প্রস্রাব করতে দেখতে অনেকে ভালবাসেন। লাইভে প্রস্রাব করতে আসার আগে বড় দু’কাপ ভর্তি পানি খান কুটি। এতেই না কি এক এক সময় ১০ মিনিট পর্যন্ত লাগাতার প্রস্রাব করতে পারেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।