স্পোর্টস ডেস্ক: তৃতীয়পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত নয়, এই অভিযোগে সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করেছিল ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থা ‘ফিফা’। এবার ফিফার এই দাবি মেনে নিয়ে কাজ শুরু করে দিল ভারতের কেন্দ্রীয় সরকার।
ইতোমধ্যেই সুপ্রিম কোর্টের নিয়োগ করা কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটরকে সরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।
সোমবার এই ইস্যু নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে।
এর আগে রবিবার ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভাস্কর গঙ্গোপাধ্যায়, প্রাক্তন নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি ও প্রাক্তন বিচারপতি দাভে-কে নিয়ে গঠন করা হয়েছিল কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর। এই কমিটিকে মান্যতা দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার দেশটির সর্বোচ্চ আদালতের কাছে তিন সদস্যের কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটকে সরিয়ে দেওয়ার আর্জি জানান হল। সুপ্রিম কোর্টের কাছেই এই আবেদন জানানো হয়েছে। সূত্র: জিনিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।