জুমবাংলা ডেস্ক: এক আসামীকে একই মামলায় দুই আদালত থেকে জামিনের ঘটনায় বিষ্ময় প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
তিনি বলেন, সেন্ট্রাল ফাইলিং ব্যবস্থা কার্যকর করাই হতে পারে এ থেকে উত্তরণের একমাত্র পথ। জানান, এ ব্যবস্থা কার্যকর হলে সুপ্রিমকোর্টের ৫০ শতাংশ অনিয়ম কমে যাবে।
Advertisement
এসময় ফাইলিং নিয়ে কোন আপত্তি নেই বলে জানান সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তবে সেন্ট্রাল ফাইলিং এর ক্ষেত্রে আইনজীবীদের চয়েস অব কোর্ট পাওয়ার দাবি জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


