বিনোদন ডেস্ক : কয়েকমাস আগে অমৃতসরে একেবারে চুপিসারে বিয়ে সেরেছেন টলিউড নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ বেশ কয়েকবছর আগে জামাইবাবুর মাধ্যমেই যোগাযোগ হয়েছিল ৷ সেখানে থেকেই বন্ধুত্ব শুরু ৷ তবে প্রথমে বন্ধুত্বই ছিল ৷ তবে ধীরে ধীরে ভাল লাগা তৈরি হয় ৷ তখন সবে শ্রাবন্তীর তাঁর দ্বিতীয় স্বামী কৃষ্ণণ ভিরাজের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল ৷ মনটা খুব একটা ভাল ছিল না ৷
তবে ধীরে ধীরে নিজেকে সামলে নিয়েছিলেন নায়িকা ৷ নতুন সম্পর্কে যাওয়া এবং সেই সম্পর্কটাকে একটা স্বীকৃতির বাঁধনে বেঁধে ফেলা ৷ গোটাটাই হয়েছিল দুই পরিবারের সঙ্গে আলোচনার পর ৷
একপ্রস্থ আলোচনা চলেছে ছেলে ঝিনুকের সঙ্গে ৷ এরপরই রোশন সিংয়ের সঙ্গে তৃতীয়বার বিয়ের পিড়িতে বসেন শ্রাবন্তী ৷ তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও কাঁটাছেঁড়া করতে ভোলেননি নেটিজেনরা ৷ কুরুচিকর মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে ৷
তবে হ্যাঁ, তাঁর এই সিদ্ধান্তে গোটা ইন্ডাস্ট্রিকেই পাশে পেয়েছিলেন তিনি ৷ সকলেই জানিয়েছিলেন সমর্থনও ৷
কাজ এবং চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী ৷ শ্রাবন্তী সোশ্যাল মিডিয়ায় ছবি দেন ঠিকই ৷ তবে অন্যান্য নায়িকাদের তুলনায় খানিক কম ৷
তবে এবার স্বামীর সঙ্গে নিজের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন তিনি ৷ তবে একটা অন্যরকম ট্যুইস্টের সঙ্গে ৷ আসলে ফেসবুকে একটি নতুন অ্যাপ এসেছে ৷ যার নাম ফেসঅ্যাপ ৷ নিজের বয়সের থেকে বেশ কয়েকবছর এগিয়ে গেলে কেমন দেখতে লাগবে, তা যাচাই করে নেওয়ার একটি অ্যাপ ৷
আর সেখানেই শ্রাবন্তী নিজে ও তাঁর স্বামী রোশনের একটি ছবি ফেসঅ্যাপের মাধ্যমে তৈরি করেছিলেন ৷ সেই ছবিটিই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন শ্রাবন্তী ৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।