রবিবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে দুই স্ত্রী মিষ্টি ও শিউলীকে সাথে নিয়ে জেলার সিংড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান সংবাদ সম্মেলনে হাজির হন।
এসময় তিনি অভিযোগ করেন, মতবিরোধের কারণে রাজনৈতিকভাবে হেয় করতে সামাজিক মাধ্যমে তার অন্তরঙ্গ ছবি প্রকাশ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান যুবলীগ নেতা কামরান।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকার ফেসবুক আইডি থেকে যুবলীগ নেতা কামরান ও তার কথিত দ্বিতীয় স্ত্রীর কিছু অন্তরঙ্গ ছবি পোস্ট করা হয়। তবে প্রতিমন্ত্রীর স্ত্রী তার ফেসবুক আইডিতে এক পোস্টে দাবি করেছেন তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল। পরবর্তীতে তিনি তা উদ্ধার করেছেন।
তবে এব্যাপারে কথা বলতে তার ফোনে কল দিয়ে তাকে পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।