জুমবাংলা ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি ভাইরাল হওয়ার কারণে ক্ষোভে মাদারীপুরের শিবচরে এক স্কুল ছাত্রী লিপি আক্তার (১৭) বিষপানে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত লিপি আক্তারের মা হিরন নেছাসহ স্বজনরা লাশের পাশে কান্নায় ভেঙ্গে পড়েন। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা
হয়েছে। শিবচর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর গ্রামের জনৈক বখাটে যুবক মো. রনি বেপারীর সাথে একই উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বালাকান্দি গ্রামের দুবাই প্রবাসীর মেয়ে স্কুলছাত্রী লিপি আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ছেলে পক্ষের বিয়ের প্রস্তাব মেয়ে পক্ষ প্রত্যাখ্যান করে। তারপর থেকেই বখাটে ওই যুবক রনি বেপারী সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের ‘নিঝুম রাতের নিল পরি’ (ভুয়া আইডি) আইডিতে মেয়েটির কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপলোড করে।
এতে মেয়েটির বেশ কিছু ছবি ভাইরাল হয়। ওই ক্ষোভে গত ১৯ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় মেয়েটি ঘরে থাকা বিষ পান করে। গুরুতর অসুস্থ লিপি আক্তারকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে প্রথমে ফরিদপুর এবং পরে ঢাকা নেয়ার পর রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে সে মারা যায়। পুলিশ মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশের ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেছে।