বিনোদন ডেস্ক : ‘‘সামিরা আমাকে বলেছে এ ছবির পেছনের কাহিনি। এটা ‘আশা ভালোবাসা’ সিনেমার শুটিং চলাকালীন তোলা। ডনের সঙ্গে যে মেয়েটিকে দেখা যাচ্ছে সে সামিরা নয়। ছবির মেয়ে নায়িকা সাবরিনা।’’—ভাইরাল হওয়া ছবি নিয়ে কথাগুলো বলেন সামিরার স্বামী ও সালমান শাহর বন্ধু মোস্তাক ওয়াইজ।
ডনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকেই ধারণা করে, ছবিটিতে ডনের সঙ্গে সামিরাকে দেখা যাচ্ছে। সত্যতা যাচাইয়ের জন্য সামিরার সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে এ বিষয়ে কথা বলেছেন সামিরার স্বামী মোস্তাক ওয়াইজ।
মোস্তাক ওয়াইজ বলেন, ‘‘আশা ভালোবাসা’র মূল নায়িকা ছিলেন শাবনাজ। নায়ক সালমান শাহ। সাবরিনা ছিল সেই ছবির পার্শ্বনায়িকা। ডনের সঙ্গে দুষ্টুমি করে ঘরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ছবিটি তুলেছিলেন সালমান শাহ। এই ছবি নিয়ে বিভিন্ন সময় সালমান শাহ দুষ্টুমি করেছে ডনের সঙ্গে। এছাড়া আরো একটি ছবি রয়েছে সেখানে সামিরা ম্যাগাজিন দেখছিলো, সালমান ছবি তুলছিলো। তখন ডন হাত বাড়িয়ে দেয় ছবি তোলার জন্য। সে সময়ে ডনের সঙ্গে সামিরার একটি ছবি আছে। এছাড়া ডনের সঙ্গে সামিরার যে ছবিগুলো আপনারা দেখছেন বা দেখেন সব ফটোশপের কারসাজি। সেগুলো ফটোশপের সাহায্য নিয়ে করা হয়েছে।’’
ঢাকাই চলচ্চিত্রে আকাশচুম্বি জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। লাশ উদ্ধারের পর ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে। সন্দেহের তালিকায় রয়েছেন সালমান শাহর স্ত্রী সামিরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



