বিনোদন ডেস্ক: পরিচালক শরাফ আহমেদ জীবন নির্মাণ করেছেন একক নাটক ‘ভূত হইতে সাবধান’। এতে অভিনয় করেছেন— কচি খন্দকার, মিশু সাব্বির, তমা মির্জা, ইয়াশ রোহান, সাফা কবির, হুমায়ূন সাধুসহ অনেকে।
ঈদুল আজহার তৃতীয় দিন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হয়েছে নাটকটি। এবার কারখানা এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে মুক্তি পাচ্ছে এটি। টেলিভিশনে প্রচারের পর ইউটিউবে কেন মুক্তি দিচ্ছেন? এমন প্রশ্নের উত্তরে পরিচালক শরাফ আহমেদ জীবন বলেন, ‘নাটকটির দৈর্ঘ্য বেশ বড়। টেলিভিশনে নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। যার কারণে সম্পাদনা করে অনেক কিছুই বাদ দিতে হয়েছে। কিন্তু ইউটিউবে পুরোটাই দেখতে পারবেন দর্শক। ২৩ মিনিট করে তিন পর্বে ভাগ করে তিন দিনে মোট ৬৯ মিনিটের একটা পূর্ণাঙ্গ নাটক আপলোড করব। আশা করছি, দর্শকরা উপভোগ করবেন।’
গত ৮ আগস্ট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কারখানা এন্টারটেইনমেন্ট নামের ইউটিউব চ্যানেলটি। এ প্রসঙ্গে শরাফ আহমেদ জীবন বলেন, ‘কারখানা এন্টারটেনইমেন্ট মূলত বিনোদন নির্ভর চ্যানেল হিসেবে কাজ করবে। এতে নাটক, মিউজিক ভিডিওসহ বিনোদনের সব ধরনের আইটেম থাকবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।