জুমবাংলা ডেস্ক : সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে উঠা আন্দোলন থেকে গড়ে উঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম। এ প্ল্যাটফর্মের উদ্যোগেই আন্দোলনে যোগ দেন সাধারণ শিক্ষার্থী ও জনসাধারণ। আর সাধারণ শিক্ষার্থী ও মানুষের তোপের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। এর আগের এবং পরবর্তী কয়েকদিন বেশ টালমাটাল অবস্থায় ছিল দেশ।
সরকারি-বেসরকারি সব অফিস ও আদালতের পরিস্থিতি ছিল স্থবির। কারফিউ জারি এবং ইন্টারনেট সেবা বন্ধ থাকায় জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। একইসঙ্গে সংগীত ও শোবিজ অঙ্গনও কর্মশূন্য ছিল।
এদিকে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা বুঝে নেয়ার পরই স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। অফিস-আদালতে যেমন কর্মচাঞ্চল্য ফিরছে, একইসঙ্গে লাইট-ক্যামেরা-অ্যাকশনেও মেতে উঠছেন অভিনয়শিল্পীরা। নতুন কাজে সক্রিয় হচ্ছেন সবাই। এবার তেমনই একটি কাজে ক্যামেরার সামনে হাজির হলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক নিরব হোসেন।
তবে কোনো সিনেমার কাজে নয়, সরকারি একটি বিজ্ঞাপনের মাধ্যমে হাজির হয়েছেন এ অভিনেতা। নির্মাণ করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), তথ্য মন্ত্রণালয় ও ইউনিসেফ। আর এটি পরিচালনা করছেন মাহবুবা ফেরদৌস।
এ ব্যাপারে চিত্রনায়ক নিরব বলেন, বিজ্ঞাপনটির শুটিং মানিকগঞ্জে হয়েছে। এতে আমার সঙ্গে শতাধিক সহশিল্পী কাজ করছেন। বিজ্ঞাপনটির মূল বিষয় তাপদাহ নিয়ে জনসচেনতনা। এতে জনসাধারণকে গরম থেকে সুরক্ষায় বেশি বেশি পানি পানসহ সচেতনতামূলক পরামর্শ থাকছে।
অন্তর্বর্তী সরকারের জনসচেতনামূলক বিজ্ঞাপনটি শিগগিরই বিভিন্ন মাধ্যমে প্রচার হবে বলে জানা গেছে নির্মাতা সূত্রে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।