জুমবাংলা ডেস্ক : শেখ হাসিনার সরকার পতনের পর আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮ টায় বঙ্গভবনে শপথ নেবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এজন্য সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সামনের পার্কিং জোনে রাখা আছে ২১টি গাড়ি।

এর একটি বিএমডব্লিউ গাড়ি। বিএমডব্লিউ গাড়িটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের জন্য বরাদ্ধ।
Advertisement
সচিবালয় সূত্রে জানা গেছে, পরিবহন পুল থেকে পাঠানো গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগের সামনের পার্কিং জোনে রাখা আছে। এই ২১টি গাড়ি আজ বিকালের দিকে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ও অন্য উপদেষ্টাদের বাসভবনে পাঠানো হবে।
এসব গাড়িতে চড়েই তারা বঙ্গভবনে শপথ গ্রহণের জন্য যাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।