জুমবাংলা ডেস্ক: সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘২০১৪ সালে প্রতিপক্ষকে নিয়ে খেলার সাহস দেখাতে পারেননি। ২০১৮-তে লুকিয়ে লুকিয়ে অন্ধকারে খেলেছেন। লুকিয়ে কিংবা অন্ধকারে একা একা নয়, আসুন প্রতিপক্ষের সঙ্গে প্রকাশ্যে খেলুন। আমরা দেশের মানুষকে নিয়ে খেলি। মামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না।’
সোমবার (২৯ আগস্ট) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ইভিএম মেশিনকে চুরির মেশিন উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, ‘এই মেশিনে ভোট হতে দেওয়া হবে না। আমরা ইভিএম বুঝি না। আমরা বুঝি ব্যালট। সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে সরকারকে ক্ষমতা থেকে নামাতে হবে।’
এদিকে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা সদরের পূর্ব বাজারে বিএনপির বিক্ষোভ সমাবেশেও বক্তব্য রাখেন রুমিন ফারহানা।
১৫ আগস্টের কথা স্মরণ করে পরশ-তাপসকে মঞ্চে ডেকে কাঁদলেন প্রধানমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।