জুমবাংলা ডেস্ক: যশোর কালেক্টরেট মার্কেটে বৃহস্পতিবার বিকালে কেনাকাটা করতে আসা এক নারীকে উত্যক্ত করছিলেন একটি যুবক।
ওই নারীর স্বামী কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সাঈদুল ইসলামকে খবর দিলে তিনি ঘটনাস্থলে আসেন এবং উত্যক্তকারী যুবককে আটক করেন। কিন্তু আটক করতেই যুবকটি নিজেকে পুলিশ মহাপরিদর্শকের প্রটোকল অফিসার এএসপি রাকেশ বলে পরিচয় দেন।
কিন্তু কথাবার্তায় সন্দেহ হলে রাকেশকে নিয়ে তার ভাড়া বাড়িতে যাওয়ার পর পুলিশের পোশাক পরিহিত একাধিক ছবি ও আইডি কার্ড পাওয়া যায়। পরে তাকে থানায় এনে জিঙ্গাসাবাদের একপর্যায়ে তিনি পুলিশ অফিসার নন বলে স্বীকার করেন।
আটক রাকেশ ঘোষ (২৮) যশোরের চৌগাছা উপজেলার রহেলাপোতা গ্রামের সন্তোষ ঘোষের ছেলে। দু’মাস আগে পুলিশ কর্মকর্তা পরিচয়ে যশোর শহরের ঘোপ জেলরোড বাইলেনের মর্জিনা হিজরার চারতলা ফ্ল্যাটের তৃতীয় তলা ভাড়া নেন তিনি।
যশোর কোতয়ালি থানার পরিদর্শক (অপারেশন) শামসুদ্দোহা জানান, পুলিশ কর্মকর্তা পরিচয়ে বাসাটি ভাড়া নিয়ে রাকেশ বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।