Coronavirus (করোনাভাইরাস) স্লাইডার

অন্য দেশের তুলনায় আমরা ভালো আছি, বললেন স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত কেউ শনাক্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক।

রবিবার অনলাইনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে তিনি বলেন, ‘অন্য দেশের তুলনায় আমরা ভালো আছি। আমরা অনেক আগে থেকে প্রস্তুতি নিয়েছি বিধায় বাংলাদেশ ভালো আছে। ইউরোপ-আমেরিকার অবস্থা কেমন আপনার সেটা ভালো করে জানান।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আমরা কি বেশি সংখ্যা হলে খুশি হই? আমরা চাই কি বেশি বেশি লোক করোনায় সংক্রমিত হোক? বেশি বেশি লোক মৃত্যুবরণ করুক। আমরা তো আমাদের দেশের লোক সংক্রমিত না হোক-এটা চাই। আমাদের দেশের লোক মৃত্যুবরণ না করুক-এটা চাই। এটি সবচেয়ে বড় বিষয়।’

জাহিদ মালিক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত সন্দেহে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং নেগেটিভ ফল পাওয়া গেছে।’

তিনি আরও জানান ‘দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৪৮ অপরিবর্তিত রয়েছে। এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট ১৫ জন সুস্থ হয়েছেন।’

বাংলাদেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সরকার।


এর আগে শনিবার দেশে নতুন করে কোনো করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

সংস্থাটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা  ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আমরা আইডিসিআর-এ মোট কল পেয়েছি দুই হাজার ৭২৬টি। এর সবই কোভিড-১৯ সংক্রান্ত পরামর্শের জন্য। গত ২৪ ঘণ্টায় আমরা ১০৯টি নমুনা পরীক্ষা করেছি। এর মধ্যে কারো শরীরেই কনোনা সংক্রমণ পাওয়া যায়নি। তার মানে সর্বমোট সংক্রমিত রোগীর সংখ্যা ৪৮। এর মধ্যে ১৫ জন সংক্রমণ থেকে মুক্ত এবং তাঁরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।

তিনি বলেন, যে ১০৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে তাতে আইইডিসিআর, জনস্বাস্থ্য প্রতিষ্ঠান এবং চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড  ইনফেকশাস ডিজিসেস (বিআইটিআইডি)-এর তথ্য সংযোজিত হয়েছে।

আইইডিসিআর পরিচালক আরো বলেন, এ পর্যন্তু আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের আদেশ-নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন সময় জনস্বার্থে যে আদেশ ও নির্দেশনা দেওয়া হয়, সেগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। জনসাধারণের ভালোর জন্য, সুস্থতা-সুস্বাস্থ্য নিশ্চিতকরণে আমরা সরকারি পদক্ষেপগুলো নিয়েছি। তিনি বলেন, আপনারা সবাই ঘরের ভেতর থাকুন। জরুরি কাজে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। কাশি শিষ্টাচার মেনে চলুন। সাবান পানিতে হাত ধুতে হবে। অসুস্থ হলে অবশ্যই ঘরের ভেতর থাকুন।


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : http://bit.ly/2FQWuTP


আরও পড়ুন

মাস্ক ব্যবহার কোভিড-১৯ সংক্রমণ কমাতে পারে : সমীক্ষা

azad

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৫০ জনের মৃত্যু

Shamim Reza

গত ২৪ ঘন্টায় বাংলাদেশে ১৯১৮ জনের দেহে করোনা শনাক্ত

Shamim Reza

করোনা মোকাবিলায় কোনও ‘জাদুর কাঠি’ নেই : ডব্লিউএইচও

azad

‘অক্সফোর্ডের ভ্যাকসিনসহ যেটা আগে আসবে সেটাই ট্রাই করবে বাংলাদেশ’

rony

বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ৭ লাখ

Shamim Reza