বিনোদন ডেস্ক : পহেলগাঁওয়ে ঘটনার পর থেকেই পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবি জোরদার হয় ভারতে। যদিও প্রথমে মাহিরা খান, ফওয়াদ খান ও মাওরা হোসেন এই ঘটনার নিন্দা করে সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছিলেন। কিন্তু ভারত যখন ‘অপারেশন সিঁদুর’ চালায়, তখন এই তিন অভিনেতাই উল্টো সুরে কথা বলতে শুরু করেন। তাঁরা সামাজিক মাধ্যমে অপারেশনের সমালোচনা করেন এবং ভারতের পদক্ষেপকে ‘কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেন।
এই ঘটনার জেরে এবার ভারতে নেওয়া হল কড়া পদক্ষেপ। মাহিরা, ফওয়াদ ও মাওরার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে—তাঁদের অভিনীত জনপ্রিয় ছবিগুলির পোস্টার থেকে তাঁদের ছবি বাদ দেওয়া হয়েছে। ফওয়াদ খান ‘খুবসুরত’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ও ‘কপূর অ্যান্ড সনস’-এ অভিনয় করেছিলেন। মাওরা হোসেন নজর কেড়েছিলেন ‘সনম তেরি কসম’ ছবিতে। আর মাহিরা খান বলিউডে এসেছিলেন ‘রইস’ ছবিতে শাহরুখ খানের বিপরীতে। এই তিনজনই ভারতে জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
তবুও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে তাঁদের বিতর্কিত মন্তব্যের কারণে ভারতের বিভিন্ন মিউজিক ও স্ট্রিমিং অ্যাপে থাকা ছবির পোস্টার থেকে তাঁদের মুখ সরিয়ে ফেলা হয়েছে। বেছে বেছে বাদ দেওয়া হয়েছে তাঁদের ছবি।
উল্লেখ্য, ২০১৬ সালের উরি হামলার পর থেকেই পাকিস্তানি শিল্পীরা ভারতে নিষিদ্ধ হন। সেই সময়ের পর আর কোনও ছবিতে কাজ করেননি ফওয়াদ খান। তবে দীর্ঘ ৯ বছর পর তিনি আবার বলিউডে ফিরেছিলেন বাণী কপূরের বিপরীতে ‘আবির গুলাল’ ছবিতে। ৯ মে মুক্তি পাওয়ার কথা ছিল সেই ছবি, কিন্তু পহেলগাঁও হামলার জেরে সেই ছবির মুক্তিও স্থগিত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।