বিনোদন ডেস্ক: ৯ বছরের সংসার জীবনের ইতি ঘটলো অভিনেতা অপূর্ব-নাজিয়ার। বিচ্ছেদের পর আবার বিয়ে করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আগামীকাল পারিবারিক ভাবে বিয়ের আয়োজন হবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেন এই অভিনেতা।
পাত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মা। সেখানেই তার জন্ম ও বেড়ে ওঠা। বিয়ের সংবাদের পর অপূর্বর সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতি আজ বিকেলে তাঁর ফেসবুকের ওয়ালে লিখেছেন, চার বছরের প্রেম সফল হলো মাশাআল্লাহ্। তিনি নতুন এই বিবাহিত জীবনের জন্য অপূর্বকে শুভ কামনাও জানিয়েছেন।
তবে চার বছর ধরে কি তাহলে অপূর্বর সাথে যুক্তরাষ্ট্র প্রবাসী শাম্মার রিলেশন ছিলো। নাজিয়ার এই স্ট্যাটাসটা সেরকমই অর্থ বহন করে।।
ফেসবুকে নাজিয়ার স্ট্যাটাসে অমৃতাঞ্জয়ী শ্রেষ্ঠেশ্বরী নামের একজন মন্তব্য করেছেন, ‘আপনার সাথে যখন এক ডিশ দুই কুক করল, তখনি যা অভিনয়টা করল (জানি না সেটা রিয়েল না কি আগে থেকে স্ক্রিপ্ট করা) সে এত পজেসিভ আপনার ব্যাপারে, হ্যান ত্যান, তখনি মেজাজ খারাপ লাগছে। আর এখন বুঝতেছি কেন এত ডমিনেট করতে ট্রাই করত। অসহ্য লাগে এখন অপুর্ব কে দেখলে।’
গত বছর নাজিয়া হাসান অদিতির সাথে ভেঙে যায় অপূর্বর দ্বিতীয় সংসার। ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন এই তারকা অভিনেতা। ২০২০ সালের ১৭ মার্চ করোনা মহামারির মধ্যে ফেসবুক পাতায় লিখে বিচ্ছেদের কথা জানান নাজিয়া হাসান অদিতি।
উল্লেখ্য, এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট পালিয়ে গিয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।