অফলাইনে গুগল ম্যাপ ব্যবহারের জন্য আপনার যে পদ্ধতি অবলম্বন করতে হবে

অফলাইনে গুগল ম্যাপ

আপনি হয়তো ব্যক্তিগত গাড়িতে করে কোথাও ভ্রমনে যাচ্ছেন কিন্তু আপনি লোকেশন বা রাস্তায় ঠিক মত জানেন না। আপনি গুগল ম্যাপ এর সহায়তা নিতে পারেন। তবে সমস্যা হচ্ছে অনেকেই জানে না গুগল ম্যাপ অফলাইনে কিভাবে ব্যবহার করতে হয়। আজ এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে।

অফলাইনে গুগল ম্যাপ

শুধু বাংলাদেশ বা উপমহাদেশ নয় সারা বিশ্বেই রাস্তা বা লোকেশন চেনার জন্য গুগল ম্যাপ অপরিহার্য হয়ে উঠেছে। যতই দিন যাচ্ছে গুগল ম্যাপের উপরে মানুষের নির্ভরতা বাড়ছে।

যেসব জায়গায় ইন্টারনেট খুবই দুর্বল সেসব জায়গায় গুগল ম্যাপ ব্যবহার করা কঠিন হতে পারে তবে আপনি যদি গাড়িতে থাকেন তাহলে আপনি গুগল ম্যাপ অফলাইনে ব্যবহার করে সঠিক লোকেশন পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। গুগলের সাপোর্ট পেজ এমনটি জানিয়েছে।

google ম্যাপ এর অপশনটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আপনার বর্তমান লোকেশন এর তথ্য এখানে দিতে হবে এবং আপনার ট্রাভেল করার প্যাটার্ন সে জানতে চাইবে। আপনার গাড়ির সাথে গুগল ম্যাপ সফটওয়্যারটি সংযুক্ত থাকবে। আপনার গাড়ি এ ফিচারটি যেন সাপোর্ট করে এ বিষয়ে খেয়াল রাখবেন।

google এখনো এই ফিচারটি সব দেশ এবং সব ভাষার জন্য চালু করতে পারেনি। তবে তারা চেষ্টা করছে যাতে খুব শীঘ্রই সব দেশ এবং সব ভাষার জন্য এই ফিচারটি চালু হয়ে যায়।

সফটওয়্যারটির অপশনে গিয়ে অটো ডাউনলোড ফিচারটি অন করে নিন। এতে করে আপনি যেখানেই যাবেন এই সফটওয়্যারটি সবসময় আপনার রোডের এবং ট্রাভেল সম্পর্কিত তথ্য সংযুক্ত করতে থাকবে। আপনার যাত্রা কি নিরাপদ করার জন্য এটি ভেহিকেল ম্যাপ সার্ভিস বা ভিএমএস সিস্টেমের মাধ্যমে কাজ করবে।

প্রথমে google maps অ্যাপ এ জান। নিচের দিকে সেটিং অপশনে ক্লিক করুন। প্রাইভেসি সেন্টার থেকে অফলাইন ম্যাপস ফিচার চালু করুন। এখন অটো ডাউনলোড অফলাইন ম্যাপস অপশনটি চালু করে দিন। এটি করার পুরো সময়টাতে আপনার ইন্টারনেট কানেকশন অবশ্যই অন থাকতে হবে।

আপনার গাড়ির অফলাইন ম্যাপ সফটওয়্যার এর সাথে এটিই সংযুক্ত থাকবে এবং আপনার গাড়ির মুভমেন্ট গুগল প্রতিনিয়ত পর্যবেক্ষণ করবে এবং আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করবে।