জুমবাংলা ডেস্ক: যুগের সাথে তাল মিলিয়ে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস বাজারে প্রথমবারের মত নিয়ে এলো অফলাইন ভয়েস কন্ট্রোল এসি এবং অত্যাধুনিক প্রযুক্তি ও রুচিশীল ডিজাইনের যমুনা গ্যাস স্টোভ।
গত ১২ জুন রাজধানীর কুড়িলে যমুনা ফিউচার পার্কে যমুনা গ্রুপের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পণ্য দুটি সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস – এর হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম, ডিরেক্টর মার্কেটিং সেলিম উল্ল্যা সেলিম, হেড অব সেলস জনাব শাহ আলমসহ প্রমুখ ।
অনুষ্ঠানে জানানো হয়, বহু-ভাষায় কথা বলতে ও শুনতে পারা অফ-লাইন ভয়েস কন্ট্রোল এসিটি শুরুতে ইংলিশ এবং পর্যায়ক্রমে বাংলাসহ ৮টি ভিন্ন-ভিন্ন ভাষায় কথা শুনবে ও বলবে। বিস্ময়কর এই এসিটি চালাতে লাগবেনা ইন্টারনেট, ভয়েস এসিস্ট্যান্ট ডিভাইস, এমনকি রিমোর্ট কন্ট্রোল। এতে রয়েছে ৯৫% ফাস্টার wake-up সেন্সর, এবং ব্যবহার করা হয়েছে High-Performance AI-Dedicated chips, যাতে integrate করা হয়েছে N.N.A. (Neural Network Algorithms) এবং F.D.M.P. (Fast Dual-Microphone Pickup Technology), যা 300ms গতিতে response করতে সক্ষম।
যমুনা ভয়েস কন্ট্রোল এসি বাজারে পাওয়া যাবে দুটি আকর্ষণীয় ডিজাইনের আওতায় ৩টি ভিন্ন capacity, ১টন ১.৫টন এবং ২টন এ। সাথে ডুয়াল ইনভার্টার, হট এন্ড কুল, এন্টি-ভাইরাস ফিল্টার, সেলফ-ক্লিনিং, বিল্ট-ইন 3rd ইউ.ভি.সি স্টেরিলাইজার মত অত্যাধুনিক সকল টেকনোলজি তো থাকছেই।
এ প্রসঙ্গে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস এর মার্কেটিং ডিরেক্টর সেলিম উল্ল্যা সেলিম বলেছেন, “বাংলাদেশে এই প্রথম যমুনা ইলেকট্রনিক্স নতুন ইনোভেশন যমুনা অফলাইন ভয়েস কন্ট্রোল এসি বাজারে নিয়ে এসেছে। যার মাধ্যমে যমুনা ইলেকট্রনিক্স এর ট্যাগ লাইন – ইনোভেশন ফর স্মার্টার লাইফ সফল করেছে।”
এছাড়াও যমুনা ইলেকট্রনিক্স বাজারে নিয়ে এসেছে আধুনিক টেম্পারড গ্লাস ও স্টেইনলেস স্টিল ডিজাইনের যমুনা গ্যাস স্টোভ।
যমুনা ইলেকট্রনিকস এর হেড অফ বিজনেস সাজ্জাদুল ইসলাম বলেন, “গ্রাহকদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতি লক্ষ্য রেখে যমুনা ইলেকট্রনিক্স নিয়ে এসেছে যমুনা গ্যাস স্টোভ আজ তার অফিসিয়াল আনভেইলিং হল- যমুনা গ্যাস স্টোভ, রান্নার বহ্নিশিখা। আপনারা অনেকেই জানেন দেশে হোম অ্যাপলায়েন্সে টেম্পারড গ্লাস ডোর ব্যবহারের এর ক্ষেত্রে যমুনা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় গ্যাস স্টোভের টেম্পারড গ্লাস ভার্সনে যমুনা সামনে নতুন চমক নিয়ে আসবে এটি নিশ্চিত।”
অনুষ্ঠানে জানানো হয় যমুনা গ্যাস স্টোভ দেয় কম গ্যাস খরচে রান্নার সুবিধা। এতে রয়েছে অটোমেটিক ইলেকট্রনিক ইগনিশন তাই রোজকার রান্নায় নেই দিয়াশলাই জ্ব্বালানোর ঝামেলা। তাই বেঁচে যায় বাড়তি খরচ। যমুনা গ্যাস স্টোভ এলপিজি কিংবা প্রাকৃতিক গ্যাসে ব্যবহার উপযোগী। আর তাই দেশের যে কোন স্থানে সহজেই এটি ব্যবহার করা যায়। ক্রেতাদের চাহিদার প্রতি লক্ষ্য রেখে যমুনা গ্যাস ষ্টোভ পাওয়া যাচ্ছে আধুনিক ও নান্দনিক ৮টি (আটটি ) মডেলে – দীর্ঘস্থায়ী ৭ এমএম টেম্পারড গ্লাস ও স্টেইনলেস স্টীল মডেল সমূহে। দৈনন্দিন জীবনের চাহিদা অনুযায়ী যমুনা গ্যাস স্টোভ পাওয়া যাচ্ছে সিঙ্গেল ও ডাবল বার্নার মডেলে।
অধিক কর্মক্ষম ও দীর্ঘস্থায়ী যমুনা গ্যাস স্টোভ – এ রয়েছে সহজে আলাদা করা যায় এমন ট্রাইভেট ও ট্রে , তাই পরিষ্কার করা যাবে আরও সহজে। এতে আরও আছে সিলভার প্যান সাপোর্ট, স্টেইনলেস স্টিল ট্রে প্যান, আয়রন বার্নার ক্যাপ ও প্ল্যাস্টিক এর তৈরি ব্লাক নব্। আর তাই যমুনা গ্যাস স্টোভের রক্ষণাবেক্ষণ অত্যন্ত সহজ। যমুনা গ্যাস স্টোভের অটো ইগনিশন ৫০,০০০ বার আর তাই নির্বিঘ্নে চলবে বছরের পর বছর। অত্যন্ত আকর্ষণীয় মূল্যে যমুনা গ্যাস স্টোভ পাওয়া যাচ্ছে যমুনা ইলেকট্রনিক্স এর সকল প্লাজা ও ডিলার পয়েন্টে।
বর্তমানে ১০% ডিসকাউন্ট – এ যমুনা গ্যাস স্টোভ পাওয়া যাচ্ছে যমুনা ইলেকট্রনিক্স এর সকল প্লাজা ও ডিলার পয়েন্টে অনলাইন থেকে সরাসরি অর্ডার করতে পারেন estorejamuna.com ওয়েবসাইট থেকে। এছাড়াও বর্তমানে ১৫% পর্যন্ত ডিসকাউন্ট এ যমুনা এসি পাওয়া যাচ্ছে যমুনা ইলেকট্রনিক্স এর সকল প্লাজা ও ডিলার পয়েন্টে। অনলাইন থেকে সরাসরি অর্ডার করতে পারেন estorejamuna.com ওয়েবসাইট থেকে। এছাড়াও যমুনা ইলেকট্রনিক্স – এর অন্যান্য পণ্যের মত এসকল পণ্যের ক্ষেত্রেও অনলাইন অর্ডারে ফ্রি হোম ডেলিভারি তো থাকছেই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।