জুমবাংলা ডেস্ক: নতুন সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট সময়ে অফিসে আসা ও ত্যাগের বিষয়ে আবারও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
রবিবার (০৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়।
অফিসের নতুন সময়সূচিতে অনেকেই আসছেন না, আবার অনেকেই নির্দিষ্ট সময়ের আগে যাচ্ছেন- এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আপনি স্পেসিফিক জানেন? আমরা অলরেডি আবার ইন্সট্রাকশন (নির্দেশনা) দিয়ে দিয়েছি, অফিস টাইমে সবাইকে অফিসে আসতে হবে।’
তিনি বলেন, ‘কালকেও আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি এবং অফিস টাইমের আগে কেউ যেতে পারবে না। ইন্ডিভিজুয়ালি কোনো দরকার হল, তিনি তার বসের কাছে জিজ্ঞাসা করে পারমিশন নিয়ে যাবেন। কিন্তু ৮টার মধ্যে অফিসে আসতে হবে, আর পরিষ্কার ৩টার আগে কেউ যেতে পারবে না। এটা আমরা এনসিউর করতেছি।’
এ নিয়ম কতদিন পর্যন্ত চলবে-জানতে চাইলে তিনি বলেন, ‘দেখি, ইনশাহ আল্লাহ…কতদিন।’
প্রসঙ্গত, বিদ্যুৎ সাশ্রয়ে গত ২৪ আগস্ট থেকে সময় কমিয়ে নতুন নিয়মে অফিস করছেন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তারা-কর্মচারীরা। নতুন নিয়ম অনুযায়ী সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি অফিস চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।