জুমবাংলা ডেস্ক: অফিস ওয়ার্ডে নতুন রিভিউ মোড যুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট। ফিচারটি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো ওয়ার্ড ডকুমেন্টস রিভিউ করার জন্য বা দেখার জন্য আরেকজনের কাছে পাঠাতে পারবে। খবর গিজচায়না।
নতুন রিভিউ মোডে যে কয়জন ফাইলটি দেখবে তারা একেকজন একেকটি দায়িত্ব পালন করতে পারবে। এর মধ্যে কেউ কেউ ডকুমেন্টটির মূল কন্ট্রিবিউটর। প্রয়োজন অনুযায়ী তারা ফাইলে যেকোনো পরিবর্তন আনতে পারবে। অন্যদিকে বাকিরা ফাইলটি দেখার আমন্ত্রণ পাবে এবং দেখা শেষে কোনো পরিবর্তনের প্রয়োজন হলে সে বিষয়ে মতামত দিতে পারবে।
ওয়ার্ড ফাইলের স্বচ্ছতা নিশ্চিতে এবং আরো ভালোভাবে নিয়ন্ত্রণে রিভিউ মোড আনতে কাজ করছে মাইক্রোসফট। এর মাধ্যমে ব্যবহারকারীরা অন্যদের কাছে প্রয়োজন অনুযায়ী ফাইল শেয়ার করতে পারবে এবং ডকুমেন্টে পরিবর্তন আনতে পারবে। যখন কোনো ব্যবহারকারী শেয়ার করা ডকুমেন্ট রিভিউ করার জন্য পায় তখন সেটি স্বয়ংক্রিয়ভাবে রিভিউ মোডে চালু হয়। এ মোডে ব্যবহারকারীদের হাতে এডিট করার সম্পূর্ণ ক্ষমতা থাকবে না। তবে তারা যেকোনো ধরনের পরিবর্তনের জন্য ফাইলের মালিককে সাজেশন দিতে পারবে।
যদি কোনো ব্যবহারকারীকে রিভিউর জন্য ফাইল শেয়ার করতে হয় তাহলে প্রথমে শেয়ার বাটনে ক্লিক করতে হবে এবং এরপর কমান্ড মেন্যুতে থাকা শেয়ারে ক্লিক করতে হবে। ওয়ার্ডের ওয়েব, উইন্ডোজ ও ম্যাক ভার্সনে ব্যবহারকারীরা আলাদাভাবে রিভিউ তালিকা তৈরি করতে পারবে এবং তাদের রিভিউর অনুমতি দিতে ক্যান রিভিউ অপশন নির্বাচন করতে হবে। বর্তমানে বিশ্বের সব ওয়ার্ড ওয়েব ও বেটা চ্যানেলের ব্যবহারকারীদের জন্য রিভিউ মোডটি চালু করা হয়েছে।
ভবিষ্যতে আপডেটের মাধ্যমে উইন্ডোজ ও ম্যাকের ওয়ার্ড ব্যবহারকারীরা ফিচারটি দেখতে পাবে। একটি বিষয় মাথায় রাখতে হবে যে রিভিউ মোডে ব্যবহারকারীরা শুধু ওয়ানড্রাইভ বা ওয়ানড্রাইভ ফর বিজনেসে ডকুমেন্ট শেয়ার করতে পারবে।
Google Play Store-এ নিষিদ্ধ যে ১৩টি অ্যাপ, ফোন বাঁচাতে ডিলিট করুন এখনই
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।