গোপাল হালদার, পটুয়াখালী: বিএনপির ডাকা সারাদেশব্যাপী টানা তিন দিনের অবরোধে পর্যটকশূন্য হয়ে পড়েছে সূর্যোদয় ও সূর্যাস্তের কুয়াকাটা।
হরতালের পর হাতে গোণা কয়েকজন পর্যটক থাকলেও বিএনপির অবরোধ ঘোষণার পর তারাও সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যা থেকে কুয়াকাটা ছাড়া শুরু করেন। এতে কুয়াকাটা পর্যটন শিল্প ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
জানা যায়, বিএনপি ও জামায়াতের ডাকা ২৮ অক্টোবরের ঢাকা সমাবেশকে কেন্দ্র করে এমনিতেই এ সপ্তাহে কুয়াকাটায় পর্যটকদের আনাগোনা কম ছিল। এরপরেও কিছু বুকিং ছিল। তবে হরতাল ঘোষণার পরপরই বুকিংগুলো বাতিল হতে শুরু করে।
বিগত বছরগুলোয় এ সময়টাতে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। হোটেল-মোটেলে কোনো সিট ফাঁকা থাকে না। আর এ বছর এই সময় কুয়াকাটায় কোনো পর্যটক নেই। হোটেলের সব রুম খালি পড়ে আছে।
হোটেল মোটেল ওনার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সম্পাদক মোতালেব শরীফ বলেন, যে সকল পর্যটক কুয়াকাটা অবস্থান করছিল তারাও হরতাল আর অবরোধের কারণে কুয়াকাটা ত্যাগ করেছেন। বর্তমানে কুয়াকাটায় কোনও পর্যটক নেই।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম জানান, পর্যটন মৌসুমের শুরুতে আমরা একটা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের প্রত্যাশা থাকবে রাজনৈতিক দলগুলো স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখবে। এভাবে চললে পুরো মৌসুমে মুখ থুবড়ে পড়বে পর্যটন ব্যবসা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।