রাজধানীর কাকরাইলে সার্কিট হাউজ রোডের অ্যাপার্টমেন্ট ‘গাউছিয়া ডাইনেস্টি’ নামক ১৫ তলা ভবনের ১০ তলায় গৃহকর্মী ঝুলে থাকার ঘটনায় ফ্ল্যাট মালিককে আটক করেছে পুলিশ।
রমনা থানার ওসি কাজী মইনুল হোসেন মঙ্গলবার রাতে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ফ্ল্যাট মালিক লাভলী রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়েছে। তিনি নিজেকে মানবাধিকার কর্মী বলে দাবি করেছেন। খাদিজা বিষয়টি নিয়ে কোনো অভিযোগ না করায় তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাজধানীর কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটির পেছনে ১৫ তলা একটি ভবনের দশম তলার বারান্দার বাইরে ঝুলে আছে এক কিশোরী। এঘটনা দেখতে ভবনটির নিচে ভির জমায় পথচারীরা। তারা চিৎকার করছে মেয়েটিকে এভাবে ঝুলে থাকতে দেখে। একটু-ওদিক হলেই নির্ঘাত মৃত্যু। বারান্দায় একটু পরপর এক নারী আসা–যাওয়া করছেন। তার নাম জানা গেল লাভলী রহমান। একপর্যায়ে তিনি বারান্দা থেকে বের হওয়ার গ্রিলের তালা খুলে মেয়েটিকে ভেতরে নেন।
মঙ্গলবার বেলা দেড়টার দিকের এ ঘটনা পুলিশের কানে পৌঁছলে সেখানে এসে হাজির হন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জহিরুল ইসলামসহ কয়েকজন পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।