Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home অবশেষে চাকরিচ্যুত হলেন প্রাথমিক বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক
জাতীয়

অবশেষে চাকরিচ্যুত হলেন প্রাথমিক বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক

জুমবাংলা নিউজ ডেস্কJune 9, 20244 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : নেত্রকোনার বারহাট্টা উপজেলার আশিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সাজ্জাদুল হককে (সবুজ) চাকরিচ্যুত করা হয়েছে।

অবশেষে চাকরিচ্যুত হলেন প্রাথমিক বিদ্যালয়ের সেই প্রধান শিক্ষক

ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত আদেশে গত মঙ্গলবার (৪ জুন) তাকে চাকরিচ্যুত করা হয়।

এর আগে গত ৩১ মার্চ  প্রতারণা মামলায় কারাগারে যাওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই থেকে আজ পর্যন্ত তিনি সাময়িক বরখাস্ত ছিলেন।

বৃহস্পতিবার (৬ জুন) নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় প্রথমে শিক্ষক সাজ্জাদুল হককে শোকজ করা হয়।  রিটার্নিং কর্মকর্তার নির্দেশে ঘটনা তদন্ত করে শিক্ষা বিভাগ। তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। যথা সময়ে শোকজের জবাব  ও তদন্ত চলাকালে লিখিত বক্তব্যও পেশ করেননি তিনি। সরেজমিন তদন্তে অসদাচরণ ও চাকরিবিধি লঙ্ঘনের ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়।

চাকরিচ্যুতির আদেশে বলা হয়েছে, বারহাট্টা উপজেলার আশিয়ল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সাজ্জাদুল হকের (সবুজ) বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) বিধি অনুসারে ‘অসদাচরণ’ এর অভিযোগে বিভাগীয় মামলা রুজুপূর্বক অভিযোগনামা ও অভিযোগ বিবরণী প্রেরণ করে লিখিত জবাব প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়। তিনি লিখিত জবাব যথাসময়ে দাখিল করেন নাই এবং ব্যক্তিগত শুনানিতে অংশগ্রহণ করেননি।

তার (সাজ্জাদুল হক) বিরুদ্ধে আনীত অভিযোগ সরেজমিনে তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়।  তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে মর্মে মতামত ব্যক্ত করে।

উক্ত মামলার তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আনীত অসদাচরণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৪(৩) (ঘ) বিধি অনুযায়ী ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণপূর্বক ২য় কারণ দর্শানো নোটিশ তার বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং তার ব্যক্তিগত ই-মেইলে প্রেরণ করে সাত কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দাখিল করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তিনি লিখিত জবাব দাখিল করেননি।

যেহেতু, ১ম কারণ দর্শানো নোটিশের বিলম্বে প্রাপ্ত তার লিখিত জবাব, তদন্ত প্রতিবেদন, সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা ও পারিপার্শ্বিক সার্বিক অবস্থা বিবেচনায় তাকে বিধি অনুযায়ী চাকুরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তাই প্রধান শিক্ষক  এস এম সাজ্জাদুল হককে (বর্তমানে সাময়িক বরখাস্তকৃত) বিধি অনুযায়ী ‘চাকরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, সাজ্জাদুল হকের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই।  কয়েক বছর আগে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করার কারণে তিনি সাময়িক বরখাস্ত হয়েছিলেন। সেবার অনেক কিছু মাফ পেয়েছিলেন। এবার নির্বাচনী প্রচারণাসহ চাকরিবিধি লঙ্ঘনের দায়ে তাকে বরখাস্ত করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান খান বলেন, প্রার্থীর পক্ষে প্রচারণা করে সাজ্জাদুল হক নির্বাচনী আচরণবিধি ও  সরকারি চাকরিবিধি লঙ্ঘন করেছেন। শোকজ করার পর তিনি কোনো জবাব দেননি। পরে বিভাগীয় মামলা হওয়ার পরও তিনি শুনানিতে হাজির হননি ও কোনো বক্তব্য বা জবাবও দেননি। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন,  তিনি (সাজ্জাদুল হক) উপজেলা-জেলা শিক্ষা কর্মকর্তা কারও ডাকে সাড়া দেননি। কাউকেই তিনি পাত্তা দেন না। তার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের ইসলামী ঐকজোটের প্রার্থীর পক্ষে সভায় বক্তব্য দেন শিক্ষক সাজ্জাদুল হক। বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে  ছড়িয়ে পড়লে জেলা রিটার্নিং কর্মকর্তা তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এ ঘটনায় সাজ্জাদুল হককে শোকজ করে শিক্ষা বিভাগ। তবে তিনি শোকজের জবাব দেননি। পরে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। পাশাপাশি ঘটনা তদন্তে কমিটি করা হয়। মামলার শুনানি বা তদন্তে সহযোগিতা করেননি তিনি। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ৪ জুন সাজ্জাদুল হককে বরখাস্ত করা হয়।

উল্লেখ্য- গত ৩১ মার্চ প্রতারণা মামলায় কারাগারে যান সাজ্জাদুল হক।  পরে ৫ এপ্রিল তিনি জামিনে মুক্ত হন। এ ঘটনায় শিক্ষা বিভাগ তাকে সাময়িক বরখাস্ত করে।

এছাড়াও ১৯৯৮ সালে চাকরিকালীন হত্যা চেষ্টা মামলায় জেল খাটেন সাজ্জাদুল হক। এরপর তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলাও হয়েছিল। কয়েক বছর আগে ঊর্ধ্বতন এক শিক্ষা কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করে সাময়িক বরখাস্ত হয়েছিলেন তিনি। পরে নানা তদবির করে মাফ চেয়ে মুক্তি পান।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় অবশেষে চাকরিচ্যুত প্রধান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেই হলেন
Related Posts
News a

তিন উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির

December 16, 2025
শেখ হাসিনা

শেখ হাসিনার সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন

December 16, 2025
সেলফি মাসুদ

হাদিকে গুলি: ভারতে গিয়ে সেলফি মাসুদের

December 16, 2025
Latest News
News a

তিন উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম ডাকসু ভিপির

শেখ হাসিনা

শেখ হাসিনার সাজা বাড়াতে আপিল করবে প্রসিকিউশন

সেলফি মাসুদ

হাদিকে গুলি: ভারতে গিয়ে সেলফি মাসুদের

মার্কিন দূতাবাস

বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

সারজিস

বাংলাদেশকে আবার পরাধীন করার চেষ্টা চলছে : সারজিস

Minister

সবকিছু এখানে বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

Current

টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার

ভারত থেকে ৫০ হাজার টন চাল কিনবে সরকার, ব্যয় ২১৫ কোটি টাকা

ECC

হাদিকে নিয়ে সিইসির মন্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন

economic advisor salehuddin ahmed

সিঙ্গাপুরে হাদির চিকিৎসার সব খরচ দেবে অর্থ মন্ত্রণালয় : সালেহউদ্দিন

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.