বিনোদন ডেস্ক : বাংলাদেশ ছাড়িয়ে এখন পশ্চিমবঙ্গেরও জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। নিজের অভিনয় দক্ষতা দিয়ে তিনি জায়গা করে নিয়েছেন দুই বাংলার ভক্তদের মনে। ভক্তরা জয়া আহসানের সব খুঁটিনাটি ব্যাপার জানতে উন্মুখ হয়ে থাকেন।
ভক্তদের সবচেয়ে বেশি কৌতূহল জয়ার বয়স নিয়ে। নিজের বয়স নিয়ে কখনই খোলাখুলি কথা বলেন নি জয়া বরং বিষয়টি এড়িয়েই চলেছেন তিনি। তবে এবার আর প্রশ্নটি এড়িয়ে গেলেন না তিনি, স্পষ্ট করে জানালেন নিজের বয়স।
তিনি জানান, তার বয়স ৩৭ বছরের এক দিনও বেশি নয়। এদিকে এর আগেও একবার বয়স নিয়ে মুখ খুলেছিলেন জয়া। তখন অবশ্য বয়স জানাননি। তখন জয়া বলেছিলেন, সবার উদ্দেশ্যে বলতে চাই, বয়স নয়। একজন শিল্পীর প্রকৃত পরিচয় হওয়া উচিত তার কাজে।
৪৬ কিংবা ৫৬ কিংবা তার চেয়েও বেশি বয়স হলেই অভিনেত্রীরা কাজের অযোগ্য কিংবা তারুণ্যদীপ্ত চরিত্রে অভিনয় করতে পারবেন না- এমন ধারণা বিশ্বের কোনো চলচ্চিত্র ইন্ডাস্ট্রিই পোষণ করে না। তাই ব্যক্তি জয়া আহসানের যে বয়স, তা নিয়ে আমি এতটুকু বিচলিত নই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


