উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ দিন অনশনের পর বিয়ে হলো প্রেমিক-প্রেমিকার। ঘটনাটি ঘটেছে উপজেলার বাঙ্গালা ইউনিয়নের দক্ষিণ গাইলজানি গ্রামে।
এই গ্রামের কলেজছাত্রের (২০) সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিল একই গ্রামের কলেজপড়ুয়া মেয়ের।
স্থানীয় সূত্রে জানা যায়, রানার সঙ্গে ওই কলেজছাত্রীর বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। প্রেমের সূত্র ধরে গত রোববার রানা তার প্রেমিকার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে আসে। বিষয়টি মেয়ের বাড়ির লোকজন টের পেয়ে রানাকে আটকের চেষ্টা করেন। পরে রানা কৌশলে মেয়ের বাড়ি থেকে পালিয়ে যায়।
এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে। ওই রাতেই বিয়ের দাবিতে প্রেমিক রানার বাড়িতে অনশনে বসে কলেজপড়ুয়া ওই ছাত্রী। ঘটনার পরপরই প্রেমিকা কলেজছাত্রী ছেলের বাড়িতে হাজির হলে বাড়ির লোকজন পালিয়ে যায়। ৫ দিন আগে ছেলের বাড়িতে বিয়ের দাবিতে অনশনে বসে ওই ছাত্রী। অনেকেই নিজের বাড়ি থেকে খাবার নিয়ে এসে ওই প্রেমিকাকে খেতে দেন। তার সঙ্গে বিয়ে না হলে সে আত্মহত্যা করবে বলে হুমকি দেয়।
এ বিষয়ে বাঙ্গালা ইউপি চেয়ারম্যান সোহেল রানা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছেলের বাড়িতে গিয়ে মেয়ে ও ছেলের পরিবারের সঙ্গে কথা বলে তাদের দুজনের বিয়ের ব্যবস্থা করা হয়। ১০ লাখ টাকা কাবিনের মাধ্যমে বৃহস্পতিবার রাতে তাদের বিয়ে দেওয়া হয়। বিয়ের পরই শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান রানার বাবা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।