স্পোর্টস ডেস্ক : বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন সাকিবদের মুখপাত্র আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। তিনি বলেন, একজন ক্রিকেটার অনেক ঝুঁকি নিয়ে ক্রিকেট খেলে। তাদের ক্যারিয়ার মাত্র ১০/১৫ বছরের। এই সময়ের মধ্যেই তাঁদের পুরো জীবন চলার মতো অর্থ আয় করতে হয়। তাই নিজেদের জীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই ধর্মঘট।
রাজধানীর গুলশানে সিক্স সিজনস রেস্টুরেন্টে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান খান জানান। আজ বিকেল ৪টায় ক্রিকেটারদের ১৩ দফা দাবি সংবলিত একটি চিঠি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের ১৩ দফা পড়ে শোনান ওই আইনজীবী। দাবিগুলোর মধ্যে রয়েছে, কোয়াবের দায়িত্বরতদের পদত্যাগ ছাড়াও ঢাকার যত লিগ আছে, তা আগের নিয়মে চলা, বিপিএলে দেশি-বিদেশিদের মধ্যে মূল্যের তারতম্য না রাখা, প্রথম শ্রেণির ম্যাচ ফি কমপক্ষে এক লাখ টাকা ধার্য করা, খেলোয়াড়দের সব পাওনা সময়মতো পরিশোধ করা, বিসিবির যে রেভিনিউ থাকবে তার একটা অংশ ক্রিকেটারদের দেওয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।