Coronavirus (করোনাভাইরাস) আন্তর্জাতিক

অবশেষে ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো করোনা পজিটিভ

আন্তর্জাতিক ডেস্ক : মহামারির শুরু থেকেই করোনা ভাইরাসকে রীতিমত তাচ্ছিল্য করে চলা ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোই এবার করোনায় আক্রান্ত হয়েছেন। উচ্চ মাত্রার জ্বর, শ্বাসে সমস্যাসহ বিভিন্ন উপসর্গে ভুগতে থাকায় মঙ্গলবার (৭ জুলাই) তার করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলে করোনা পজিটিভ এসেছেন তিনি। এর আগে আরও তিন বার করোনা সন্দেহে তার নমুনা পরীক্ষা হয়। কিন্তু সেগুলোতে করোনা নেগেটিভ আসে।

মঙ্গলবার (৭ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াশিংটনের পোস্টের এক প্রতিবেদনে বোলসোনারোর করোনা পজিটিভ হওয়ার কথা জানানো হয়।

খবরে বলা হয়, করোনা উপসর্গে ভুগতে শুরু করার পরপরই বোলসোনারোর সব কাজ মুলতবি ঘোষণা করা হয়েছে।


করোনা উপসর্গ দেখা দেওয়ার পর সমর্থকদের উদ্দেশ্যে বোলসোনারো জানিয়েছেন, এরই মাঝে তার ফুসফুস পরীক্ষা করা হয়েছে। তাতে কোনো সংক্রমণ ঘটেনি।

ব্রাজিল করোনা সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে থাকলেও শুরু থেকেই এ ভাইরাসকে সাধারণ সর্দি-কাশি-জ্বরের মতো ফ্লু সংক্রমণ হিসেবে অভিহিত করে আসছিলেন বোলসোনারো। এ ভাইরাসকে তেমন একটা গা না করায় তা ঠেকাতে লকডাউন দেওয়ার বিরুদ্ধেও অবস্থান নিয়েছেন তিনি। অবশেষে তারও করোনা পজিটিভ এলো।

গত রোববারও (৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রী তার ও বোলসোনারোর একটি ছবি পোস্ট করেন,যাতে দেখা যায়, মার্কিন দূতাবাসে অন্যদের সঙ্গে মিলিত হয়ে তারা আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপন করছেন। এবং বলাই বাহুল্য সে সময় তাদের কার মুখেই মাস্ক ছিল না।

আন্তর্জাতিক পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুসারে, ব্রাজিলে এখন পর্যন্ত সোয়া ১৬ লাখেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়ে সাড়ে ৬৫ হাজারেরও বেশি মানুষের। বাকিদের মধ্যে গুরুতর অসুস্থ প্রায় সাড়ে ৮ হাজার মানুষ।


যাদের বাচ্চা আছে, এই এক গেইমে আপনার বাচ্চার লেখাপড়া শুরু এবং শেষ হবে খারাপ গেইমের প্রতি আসক্তিও।ডাউনলোডকরুন : http://bit.ly/2FQWuTP


আরও পড়ুন

অভিবাসীদের ভিসা নিষেধাজ্ঞা শিথিল যুক্তরাষ্ট্রের

Shamim Reza

তুরস্ককে থামাতে ভূমধ্যসাগরে সেনা বাড়াবে ফ্রান্স

azad

ইউএনও হিসেবে যোগ দেওয়ার ৫ দিনের মাথায় করোনায় আক্রান্ত এই কর্মকর্তা

Sabina Sami

ফেঁসে যেতে পারেন মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট

azad

২০২১ সাল পর্যন্ত ফিফা, এএফসি’র ম্যাচ স্থগিত

azad

ট্রাম্প দেশকে ‘বিভক্ত করেছেন’, বললেন বাইডেন ও হ্যারিস

mdhmajor