বিনোদন ডেস্ক : শাকিব-বুবলী সম্পর্ক ও সন্তানের পরিচয় নিয়ে গরম দেশের ঢালিউডপাড়া। চিত্রনায়ক শাকিব খানের সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। এই খবর প্রকাশিত হওয়ার পরপরেই চলছে তমুল আলোচনা-সমালোচনা। তবে বর্তমানে শুধু দেশেই নয় বরং দুই বাংলার জনপ্রিয় শাকিবকে নিয়ে এই উত্তাপ ছড়িয়েছে পাশের দেশ ভারতেও।
এই ঘটনার অন্তরালে আবারও ঘুরেফিরে আলোচনায় এসেছেন ঢাকাই সিনেমার আরো এক আলোচিত অভিনেত্রী নায়িকা অপু বিশ্বাস। তবে এই সমালোচনা আলোচনার মাঝেও সাকিব-বুবলীর মতো চুপ ছিলেন তিনি। এই মুহূর্তে দুর্গাপুজা উপলক্ষে কলকাতাতে আছেন অপু বিশ্বাস। অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমকে জানান, অনেকেই তার সঙ্গে গত ২৪ ঘণ্টায় যোগাযোগ করার চেষ্টা করেছেন। কিন্তু কারো ফোনই তুলছেন না তিনি। কারণ, নিজের জীবন নিয়ে কোনও কথাই বলতে চান না তিনি।
তবে এর আগে এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, ‘শাকিব খানের সঙ্গে এত তাড়াতাড়ি বিয়েটা না হলে ভালো হতো। এত দ্রুত বিয়ে, দ্রুত বাচ্চা, সবটাই তাড়াতাড়ি করে ফেলেছি। এটা যদি সময় নিয়ে করতাম, বুঝে করতাম তাহলে ভালো হতো।’ আপাতত ছেলে এবং কাজ নিয়ে চূড়ান্ত ব্যস্ত অভিনেত্রী। খুব শিগগিরই নিজের প্রযোজনা সংস্থার নতুন ছবির কাজ শুরু করবেন অপু বিশ্বাস।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel