বিনোদন ডেস্ক: তারকা দম্পতি নয়নতারা এবং ভিগনেশ শিবান ভারতে সারোগেসির কোনো আইন ভঙ্গ করেননি, এমনটাই জানালেন তামিলনাড়ু সরকারের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক গঠিত তদন্ত কমিটি।
অভিনেত্রী-পরিচালক দম্পতি এই মাসের শুরুর দিকে সারোগেসির মাধ্যমে যমজ ছেলেদের পিতা-মাতা হন। সন্তানের জন্মদানের পর অনেকেই এর বৈধতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, যেহেতু জানুয়ারিতে ভারতে বাণিজ্যিক সারোগেসি নিষিদ্ধ করা হয়েছিল। তবে ভক্তদের জন্য স্বস্তির বিষয় এই যে রাজ্য সরকারের তদন্তদল তারকা দম্পতির সারোগেসির প্রক্রিয়ায় কোনো ভুল খুঁজে পায়নি।
নয়নতারা এবং ভিগনেশ শিবানের সারোগেসি প্রক্রিয়ায় কোনো অনিয়ম আছে কি না তা তদন্ত করার জন্য তামিলনাড়ু সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের তিন সদস্যের একটি তদন্তদল গঠন করেছিল। একাধিক প্রতিবেদন অনুসারে, দলটি বুধবার (২৬ অক্টোবর) তাদের প্রতিবেদন জমা দিয়েছে। তারা এই অভিযোগ থেকে দম্পতিকে অব্যাহতি দিয়েছে। প্রতিবেদনে অবশ্য সারোগেসির সুবিধা প্রদানকারী হাসপাতালকে দায়ী করা হয়েছে।
দ্য নিউজ মিনিটের একটি প্রতিবেদনে তদন্ত দল জানিয়েছে, ‘দম্পতির পারিবারিক ডাক্তার ২০২০ সালে সারোগেসির সুপারিশমূলক একটি চিঠি দিয়েছিলেন, যার ভিত্তিতে চিকিৎসা দেওয়া হয়েছিল। তবে ভারতের বাইরে স্থানান্তরিত হওয়ায় এখন পর্যন্ত পারিবারিক ডাক্তারের সঙ্গে কথা বলতে পারেনি তারা। ’
তদন্ত দলটি নয়নতারার সারোগেসির প্রক্রিয়া সম্পন্নকারী বেসরকারি হাসপাতালটির ওপর কড়া হুঁশিয়ারি জারি করেছে। জানা গেছে, হাসপাতালটি নয়নতারার সারোগেসির রেকর্ড বজায় রেখেছিল, যা নিয়মবহির্ভূত। বিষয়টি নিয়ে হাসপাতালকে নোটিশ জারি করেছে তদন্ত বিভাগ।
প্রায় পাঁচ বছর ডেট করার পর এই জুনে বিয়ে করেন নয়নতারা এবং ভিগনেশ শিবান। সম্প্রতি এই দম্পতি সারোগেসির মাধ্যমে যমজ ছেলেদের বাবা-মা হয়েছেন। ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসলেও তামিলনাড়ু সরকার এই দম্পতির সারোগেসির বিষয়ে তদন্ত করার আহ্বান জানান। এর পর থেকেই বিতর্ক শুরু হয় দম্পতিকে ঘিরে। অবশেষে সেই বিতর্কের অবসান হলো তদন্তকারী দলের প্রতিবেদনের মাধ্যমে।
সূত্র : হিন্দুস্তান টাইমস।
পার্টিতে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ হৃতিকের সাবেক স্ত্রী, বলিউডে তোলপাড়
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।