আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটোর সদস্য হওয়ার পরিবর্তে রাশিয়া, তুরস্কের সঙ্গে ইউক্রেনের চুক্তি করা উচিত বলে মত দিয়েছে দেশটির ক্ষমতাসীন ভলোদিমির জেলেনস্কির দল সার্ভেন্ট অব পিপল।
দলটির এক প্রস্তাবে বলা হয়েছে, ন্যাটো আগামী ১৫ বছরের মধ্যে ইউক্রেনকে তাদের জোটে অন্তর্ভুক্ত করার বিষয়ে চিন্তাও করবে না। ন্যাটো ইউক্রেনকে বিষয়টি জানিয়ে দিয়েছে। ফলে ন্যাটোর কাছ থেকে নিরাপত্তা পাওয়ার বদলে রাশিয়ার সঙ্গেই নিরাপত্তার বিষয়ে চুক্তি করা হবে বুদ্ধিমানের কাজ।
যেসব দেশকে আর বন্ধু মনে করে না রাশিয়া
দলটির দাবি, রাশিয়ার সঙ্গে নিরাপত্তা চুক্তি করলে তারা আইনগতভাবে ইউক্রেনের সার্বভৌমতাকে স্বীকার করতে বাধ্য থাকবে।
তাছাড়া ইউক্রেনের জনগণ ও ইউক্রেনের সরকারকে হুমকি দেয়া থেকে রাশিয়াকে বিরত রাখবে। সূত্র: আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।