বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর আড়াই মাস এর অধিক সময় পর এই ঘটনায় প্রথমবার বিবৃতি দিলো সিবিআই।
বিবৃতিতে জানানো হয়, সুশান্ত মামলায় সিবিআই পেশাদারিত্বের সঙ্গে তদন্ত চালাচ্ছে। সিবিআই তদন্তের বিষয়ে কিছু সংবাদমাধ্যম অনুমানের ভিত্তিতে কিছু খবর প্রকাশ করেছেন। সেগুলির সঙ্গে তথ্যের কোনও সম্পর্ক নেই।
বিবৃতিতে আরও জানানো হয়, তদন্ত চলাকালীন সিবিআইর কোন কমকর্তা কোনও তথ্য প্রকাশ্যে আনতে পারেন না। এসময় সংবাদমাধ্যমের কাছে সিবিআইর পক্ষ থেকে অনুরোধ করা হয়, কোনও খবর প্রকাশ করার আগে সিবিআই মুখপাত্রের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য।
সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে দেখানো হয়, সুশান্ত মামলায় খুনের কোনও প্রমাণ সিবিআই কর্মকর্তারা পাননি। আর এই প্রতিবেদনের ঠিক পরপরই সিবিআই-এর তরফে এই মামলা প্রসঙ্গে প্রথমবার বিবৃতি জারি করা হলো।
প্রসঙ্গত, সুশান্ত মামলায় সঙ্গে ইতিমধ্যেই দিশা সালিয়ানের মৃত্যুর তদন্তও শুরু করেছে সিবিআই। দিশার সঙ্গে সুশান্তের মৃত্যুর কোনও যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছে সিবিআই।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।