সিদ্দিকী নাজমুল আলম: আগে কথাগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করুন উনি কি কথাগুলো বলেছেন। আমাদের নেতা মির্জা আজম কিন্তু বন্যার জলে ভেসে আসা কোনো নেতৃত্ব না যে তাকে নিয়ে যা ইচ্ছে তাই বলবেন। উনি তার বক্তব্যে কখনোই বলেন নাই যে বুয়েটের সব চোর কিংবা মেডিক্যালের সব চোর। উনি যেটা বলতে চেয়েছেন চাকুরিরত অধিকাংশ ডাক্তার ইঞ্জিনিয়ার দুর্নীতিতে জড়িত যেটা বুকে হাত রেখে কেউ অস্বীকার করতে পারবেন না। কিছুদিন আগেওতো মির্জা আজমের প্রশংসায় ফেসবুক ভাসিয়েছেন আর আজ প্রতিবাদের নামে লিমিট ক্রস করতেছেন।
এমন কোনো ঠিকাদার আছেন যারা ইঞ্জিনিয়ারকে পার্সেন্টেজ না দিয়ে ঠিকাদারি কাজ সম্পন্ন করে পুরো বিল পেয়েছেন?
আর ডাক্তারির মতো মহান পেশা কলংকিত হয়েছে অনেক আগেই, মির্জা আজম শুধু স্মরণ করিয়ে দিয়েছেন।
অন্যের চুরির দায় কেন মাথা পেতে নিচ্ছেন আপনার নিন্দা প্রতিবাদ জানানোর মাধ্যমে? আমরা কিন্তু জানি আসলেই কারা ক্রাইমের ভাগিদার এবং এসোসিয়েশনের নামে কারা কি করেন।
অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে চোরকে চোর বলা যাবে না কারণ তারাও একটা এসোসিয়েশন খুলে প্রতিবাদের নামে নোংরামো করবে ।
মির্জা আজম তৃণমূল থেকে গড়ে উঠা রাজনৈতিক নেতা।
দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন জননেতা তিনি। তার এলাকাই ঘুরে আসুন দেখুন সংগঠন কীভাবে করতে হয় জানতে পারবেন। বিগত ১৪ বছরে দেশের অধিকাংশ জেলাতেই রাজনৈতিক হানাহানি, টেন্ডারবাজি কিংবা গ্রুপিং থাকলেও জামালপুর কখনোই এসবের কারণে সংবাদের শিরোনাম হয়নি।
বাংলাদেশের সচেতন মানুষ জানেন মির্জা আজম কতটুকু বিনয়ী, নম্র, সাহসী এবং পরিশ্রমী। আপনারা টাইম ফ্রেম বেঁধে দিয়ে ঔদ্ধত্য আচরণ করবেন, এটা মানা যায় না।
আরেকটা কথা, কারা ডাক্তার শব্দটা কিংবা ইঞ্জিনিয়ার শব্দটা নামের আগে কিংবা পরে ব্যবহার করে কোথায় কোন অপকর্মের সাথে জড়িত তা আমরা রাজনৈতিক কর্মীরা কিছুটা হলেও জানি।
পারলে একজন ডাঃ ইব্রাহিম কিংবা একজন জামিলুর রেজা চৌধুরী হয়ে উঠুন। অন্যদের কাছে নিজের মগজ এবং ইমেজকে ভাড়া দিয়েন না।
বুয়েটের সাবেক সভাপতি আমাদের তন্ময় তার ফেসবুকে দ্বিতীয় স্ট্যাটাসে সুন্দর করে বিষয়টার ব্যাখ্যা দিয়েছে পারলে চোখ বুলিয়ে নিবেন।
ডাক্তার এবং ইঞ্জিনিয়ারের মতো মেধাবী এবং মহান পেশা কিছুসংখ্যক চোর এবং কসাইয়ের কারণে প্রশ্নবিদ্ধ হতে পারে না।
কর্মবান্ধব মির্জা আজমের বক্তব্য বিকৃত না করে বোঝার চেষ্টা করে অপপ্রচার থেকে দূরে থাকুন।
(ফেসবুক থেকে সংগৃহীত)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।