নিজস্ব প্রকিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে অবহেলায় প্রসূতির মৃত্যুর ঘটনায় একটি বেসরকারি হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা সিভিল সার্জন।
মঙ্গলবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় লাইফ কেয়ার হাসপাতালের কার্যক্রম পরিদর্শনে আসেন সিভিল সার্জন ডা. মাহমুদা আক্তার। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের পুরো কার্যক্রম বন্ধ রাখার নিদের্শনা দেন।
এসময় তিনি বলেন, লাইফ কেয়ার হাসপাতালের একজন সিস্টারের সঙ্গে কথা বলেছি। তিনি আসলে সিস্টার না। তিনি কোথাও থেকে পড়াশোনা করেনি। যিনি ব্লাড সংগ্রহ করেন তার কোনো ট্রেনিং নাই। রোগীর ফাইলে প্রয়োজনীয় ডকুমেন্টস্ পাওয়া যায়নি। প্রতিটি পেশেন্টরই একই কেস, কোনো ওটি নোট লিখা নাই। শুধুমাত্র কনসার্ন পেপারে রয়েছে যাতে কোনো ডাক্তারের স্বাক্ষর নাই।
তিনি আরও বলেন, লাইফ কেয়ার হাসপাতালটি ১০ বেডের। হাসপাতালে কাগজপত্রসহ সব কিছুই থাকবে। সব কাগজপত্র দেখে তারপর হাসপাতাল চালুর অনুমতি দেবো। আপাতত তিনজন রোগীর চিকিৎসা চলমান রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।