জুমবাংলা ডেস্ক : রাজশাহী সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ, এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সোমবার (১৩ সেপ্টেম্বর) আনুমানিক ১ টা ৫০ মিনিটে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চারমাজারদিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৬৫/৪-এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হারুপাড়া এলাকা দিয়ে ০৩ জন বাংলাদেশী নাগরিক মোঃ সাগর খন্দকার (২১) (পাচারকারী), পিতা-মোঃ দুলাল শেখ, গ্রাম-চরমাজারদিয়া (মধ্যপাড়া), পোষ্ট-রাজশাহী কোর্ট, থানা-দামকুড়া, মোঃ শহিদুল ইসলাম (২৬), পিতা-নুরুল ইসলাম এবং মিঠুন দাস (১৮), পিতা-নিমাই দাস উভয়ে গ্রাম-পবা নতুনপাড়া, পোষ্ট-সপুরা, থানা-শাহমখদুম সকলের জেলা-রাজশাহী বাংলাদেশ হতে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় চরমাজারদিয়া বিওপি’র টহল দল আটক করে।
আটককৃত বাংলাদেশী নাগরিকদের দামকুড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।