অবৈধ বিয়ের অভিযোগে ইমরান ও বুশরাকে আদালতে তলব

ইমরান ও বুশরা

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান এবং বুশরা বিবির বিয়ে অবৈধ বলে অভিযোগ তোলা হয়েছে। তাদের বিরুদ্ধে এই অভিযোগ গ্রহণ করে বৃহস্পতিবার আদালতে তলব করেছে দেশটির একটি দেওয়ানি আদালত।

ইমরান ও বুশরা

স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ইসলামাবাদের একটি জেলা ও দায়রা জজ আদালতে বিষয়টি উত্থাপন করা হলে সেখানকার সিভিল জজ কুদরাতুল্লাহ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান ও তাঁর স্ত্রী বুশরাকে আদালতে হাজির হওয়ার আদেশ দেন।

মামলায় দাবি করা হয়েছে, বুশরা বিবি তার সাবেক স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় ২০১৭ সালের নভেম্বরে। এরপর তিনি ইদ্দত সম্পন্ন না করেই ২০১৮ সালের ১ জানুয়ারি ইমরানকে বিয়ে করেন।

ইদ্দত হলো একটি ইসলামিক বিধান। যেখানে বলা হয়েছে, বিচ্ছেদ হওয়া নারী ৩ মাস ও বিধবা নারী ৪ মাস ১০ দিন সময়ের মধ্যে বিয়ে করতে পারবে না।

এ বিষয়ে বাদী বিয়ে পরিচালনাকারী মুফতি মুহাম্মদ সায়িদ ও বিবাহের সাক্ষী ইমরানের ঘনিষ্ঠ বন্ধু আউন চৌধুরী বক্তব্য আদালতে জমা দেওয়া হয়েছে।

খুব শীঘ্রই পর্দায় ফিরবেন বলে মনে করেন: নেহা আমনদীপ

মুফতি সায়িদ জানিয়েছেন, প্রথম বিয়ের সময় বুশরার ইদ্দত সম্পন্ন হয়নি। পরে ইদ্দতের বিষয়টি উল্লেখ করে ইমরান খান তাঁকে আবারও তাঁদের বিয়ে পড়ানোর জন্য অনুরোধ করেন।