বিনোদন ডেস্ক:আইরিন সুলতানা। পেশায় মডেল ও অভিনেত্রী। ২০০৮ সালে ‘প্যান্টেনা ইউ গট দ্য লুক’ প্রতিযোগিতায় তিনি ‘সেরা হাসি’ পুরস্কার পাওয়ার পর থেকে বিনোদন মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি দেশে এবং বিদেশে বহু র্যাম্প মডেলিং অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
আইরিনের চলচ্চিত্রে অভিষেক হয় ২০১৩ সালে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে, যেটি ওই বছরের ৮ নভেম্বর মুক্তি পায়। সেখানে আইরিনের নায়ক ছিলেন আরিফিন শুভ। এ জুটিকে গ্রহণ করেন দর্শক এবং ছবিটি বক্স অফিসে বেশ সাড়া ফেলে।
প্রথম ছবিতে রূপ, লাবণ্য, হাসি এবং অভিনয়- সবদিক থেকেই নজর কাড়তে সক্ষম হন চিত্রনায়িকা আইরিন। যার জেরে ওই বছর ছয়টিরও বেশি সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। দর্শক এবং চলচ্চিত্র বোদ্ধারা আইরিনের মাঝে দেখে সম্ভাবণাময়ী একজন অভিনেত্রীকে।
কিন্তু নিজেকে ধরে রাখতে পারেননি আইরিন। গত কয়েক বছর ধরে তিনি অভিনয়ে একেবারেই অনিয়মিত। অনেকে বলছেন আইরিন অভিনয় ছেড়ে দিয়েছেন। কতটা সত্যি এই গুঞ্জন? যদি সত্যি তিনি অভিনয় ছেড়েই দেন, তাহলে এখন কী করছেন ‘ভালোবাসা জিন্দাবাদ’-এর নায়িকা?
যদিও সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে আইরিন দাবি করলেন, তিনি অভিনয় ছাড়ার কথা কখনোই বলেননি। নায়িকার কথায়, ‘অভিনয়ে আমি অনিয়মিত, এতে লুকোচুরির কিছু নেই।’
বর্তমানে তিনি কী করছেন- ওই সাক্ষাৎকারে তাও জানিয়েছেন আইরিন। নায়িকা বলেন, ‘অভিনয়ের পাশাপাশি চাকরি করছি। ৯টা-৫টার চাকা ঘোরাতে হয়। এক বছর হলো চাকরি নিয়েছি।’
আফসোস করে আইরিন বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে অনেকের কাছে শুনতে হয়েছিল, মডেলিং থেকে আসা মেয়েকে দিয়ে অভিনয় হবে না। কখনো হাল ছাড়িনি। নিন্দুকের কথায় কানও দেইনি।’
বর্তমানে সিনেমার অবস্থা ভালো নয় জানিয়ে আইরিন বলেন, ‘হলগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। বাজেটও কম। চাইলেও সিনেমার কাজ নিয়ে ব্যস্ত থাকা সম্ভব নয়। সিনেমায় খুব বেশি কাজ করতে হবে– তা আমি মনে করি না। সংখ্যায় কম হলেও ভালো কাজ করতে চাই। সময়-সুযোগ হলে আবার পুরোদমে কাজে ফিরব।’
উইকিপিডিয়ায় আইরিন সম্পর্কে থাকা তথ্য বলছে, এই মুহূর্তে একাধিক সিনেমা রয়েছে এই নায়িকার হাতে। যার মধ্যে শিবরাত্রি ও কাউন্টডাউন নামে দুটি ভারতীয় সিনেমাও রয়েছে। চলচ্চিত্রের পাশাপাশি ছোটপর্দায়ও উল্লেখযোগ্য কাজ আছে আইরিনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।