বিনোদন ডেস্ক : একজন বলিউডের খ্যাতনামা চলচ্চিত্র অভিনেতা নানা পাটেকর। তিনি হিন্দি এবং মারাঠি চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং একাধিকবার জাতীয় পুরস্কার বিজয়ী হয়েছেন।

আসুন জেনে নেই জনপ্রিয় এই অভিনেতার দারুন কিছু সিনেমার নাম।
ক্রান্তিবীর ১৯৯৪
এটি একটি বলিউড নির্মিত হিন্দি অ্যাকশনধর্মী চলচ্চিত্র। ১৯৯৪ সালে প্রকাশিত এই সিনেমার পরিচালক-প্রযোজক ছিলেন মেহুল কুমার।
এই সিনেমায় প্রতাপ চরিত্রে অভিনয় করেছেন নানা। প্রতাপ উচ্ছৃঙ্খল ও জুয়াড়ি, সে কারণে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেন তার মা। বাড়িছাড়া প্রতাপ বম্বে চলে আসেন। এরপর শুরু হয় তার জীবন সংগ্রাম। সিনেমায় প্রতাপ সর্বদা আক্রমণ রুখে দেয়।
পারিন্দা ১৯৮৯
ইংরেজি থেকে অনুবাদ করা হয়েছে পারিন্দা সিনেমাটি। বিধু বিনোদ চোপড়া পরিচালিত ১৯৯৮ সালে ভারতীয় হিন্দি-ভাষা ক্রাইম থ্রিলার এই সিনেমাটি মুক্তি পেয়েছে। ছবিতে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, অনিল কাপুর, নানা পাটেকর এবং মাধুরী দীক্ষিত। সিনেমায় আনা শেঠের চরিত্রে অভিনয় করেছেন নানা পাটেকর। সেখানে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
অগ্নিসাক্ষী ১৯৯৬
১৯৯৬ সালে মুক্তি পাওয়া ভারতীয় থ্রিলারধর্মী সিনেমা এটি। এই সিনেমায় বিশ্বনাথ চরিত্রে অভিনয় করেন নানা। এক রহস্যময় চরিত্র যেখানে বারবার বিশ্বনাথের মৃত্যু এবং জীবিত থাকার চিত্র আসে। তবে ছবির শেষে দারুণ ভাবে রহস্য উন্মোচন করে মারা যান বিশ্বনাথ।
খামোশি দা মিউজিকাল ১৯৯৬
১৯৯৬ সালে সঞ্জয় লীলা ভন্সালীর পরিচালনায় মুক্তি পাওয়া একটি ভারতীয় হিন্দি সঙ্গীত প্রণয়ধর্মী চলচ্চিত্র এটি। এখানে জোসেফ ব্র্যাগানজা চরিত্রে অভিনয় করেছেন নানা পাটেকর। গল্পটি বধির ও নিঃশব্দ দম্পতি জোসেফ ব্রাগানজা ( নানা পাটেকর ) এবং ফ্লাভি ব্রাগানজা ( সীমা বিশ্বাস ) কে নিয়ে।
ওয়েলকাম ২০০৭
২০০৭ সালে মুক্তি পাওয়া ভারতীয় কমেডি সিনেমা ওয়েলকাম। ডন উদয় শেঠির চরিত্রে নানা পাটেকরকে দেখা যায় এই সিনেমায়। এই সিনেমায় নানাকে দেখা যায় এক ভিন্ন চরিত্রে। হাস্যরসের মধ্য দিয়ে দারুণ করে সাজানো ছবিতে নজর কাড়েন তিনি।
প্রসঙ্গত, ১৯৭৮ সালে গমন সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে তার সিনেমায় অভিষেক ঘটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



